দেশ

বেগতিক গাড়ির ধাক্কা, কোটায় মহিলা-সহ পিষ্ট চার শিশু

Woman and four children crushed to death in Kota after being hit by speeding car

Truth Of Bengal: খেলাধুলোর এক চেনা মুহূর্ত আচমকাই বদলে গেল ভয়ানক এক ট্র্যাজেডিতে। রাজস্থানের কোটা শহরের অজয়নগরে রাস্তার ধারে খেলছিল চার শিশু, পাশে দাঁড়িয়েছিলেন এক মহিলা। হঠাৎ করেই দ্রুতগতির একটি গাড়ি এসে ধাক্কা মারে তাদের। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই মর্মান্তিক দৃশ্য, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল। ঘটনাটি ঘটে ৮ মে সন্ধ্যা ৯টা নাগাদ। জানা গেছে, দুর্ঘটনার সময় ৫৫ বছর বয়সি ইন্দিরা বাই দাঁড়িয়ে ছিলেন তাঁর বাড়ির সামনে, আর পাড়ার শিশু বিভান (৭), ঐশিকা (১১), বৈশালি ও অনিশা খেলছিল পাশেই। ঠিক সেই সময় একটি গাড়ি দিকভ্রষ্ট হয়ে প্রবল গতিতে ধাক্কা মারে এবং প্রায় ১০ ফুট পর্যন্ত টেনে নিয়ে যায় তাদের।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ইন্দিরা বাই, ঐশিকা এবং বিভান চিকিৎসাধীন রয়েছেন বিজ্ঞান নগরের একটি বেসরকারি হাসপাতালে। ঐশিকার অবস্থা সবচেয়ে গুরুতর। তাঁর মাথা ও হাতে চোট লাগায় একাধিক অস্ত্রোপচার করা হয়েছে। ইন্দিরা বাইয়ের মাথাতেও গুরুতর আঘাত রয়েছে, তাঁরও অপারেশন করা হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিভান, বৈশালি ও অনিশার আঘাত তুলনামূলকভাবে কম হলেও, চিকিৎসা চলছে সবারই। ইতিমধ্যেই গাড়িচালক চিরাগ জাঙ্গিদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

তিনি এখনও পলাতক রয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় থানার আধিকারিক। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মানুষ। বলা বাহুল্য, দেশের প্রতিটি জায়গায় বাড়ছে বেপরোয়া গাড়ির দৌরাত্ম। তা নিয়ে প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও কিছুতেই এই ঘটনা থেকে রেহাই পাচ্ছেন না আমজনতারা। এই পরিস্থিতিতে এবার খেলতে গিয়ে বেপরোয়া গাড়ির দৌরাত্মের শিকার হল শিশুরা।

Related Articles