রাজ্যের খবর

প্রখর রৌদ্রের মধ্যেও দায়িত্ব পালন করে যান ট্রাফিক কর্মীরা, এবার তাদের স্বস্তি দিতে অভিনব উদ্যোগ

Traffic workers perform their duties even in the scorching sun, this time an innovative initiative is being taken to provide them with relief

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দিন যত এগোবে তাপমাত্রা ততোই বৃদ্ধি পাবে। মূলত এই তাপমাত্রার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে খোলা আকাশের নিচে কাজ করতে হয় ট্রাফিকে কর্মরত কর্মীদের। এবার ট্রাফিক কর্মীদের শরীর যাতে সুস্থ থাকে তারা স্বাভাবিকভাবে সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারে সেই কথা মাথায় রেখে রবিবার অভিনব উদ্যোগ নিল নদিয়ার রানাঘাট জেলা ট্রাফিক পুলিশ।

মূলত তাদের সুস্থতা রাখার তাগিদে, একটি বড় ছাতা, জলের বোতল, মুখ পরিষ্কার করার জন্য একটি ছোট রুমাল সহ একাধিক দ্রব্য ট্রাফিক কর্মীদের হাতে তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের ট্রাফিকের ডিএসপি সঞ্জয় কুমার। উপস্থিত ছিলেন শান্তিপুর ট্রাফিক ওসি দীপক সিকদার সহ অন্যান্য পদাধিকারী। রবিবার শান্তিপুর থানা এলাকার মোট ২৮ জন ট্রাফিক কর্মীকে এই দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। স্বাভাবিকভাবেই ট্রাফিক জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কর্মরত কর্মীরা।

মূলত প্রখর রোদ্দুর কখনো আবার প্রবল ঝড় বৃষ্টি প্রতিটা ক্ষেত্রেই ট্রাফিক পুলিশের ভূমিকা থাকে অনবদ্য। দুর্ঘটনা থেকে মানুষকে সচেতন করতে এছাড়াও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জাতীয় সড়কে দাঁড়িয়ে করে যান দায়িত্ব পালন। সেই সকল ট্রাফিক কর্মীদের একটু স্বস্তি দেয়ার জন্য জেলা ট্রাফিক তরফে নেওয়া হয় এহন উদ্যোগ।

Related Articles