খেলা

ভারত-পাক উত্তেজনার আবহে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ছবির ঘোষণা, বিতর্কে নির্মাতারা

Amidst Indo-Pak tensions, film about 'Operation Sindoor' announced, makers in controversy

Truth of Bengal: পহেলগাঁও হত্যাকাণ্ডের পর একের পর এক প্রত্যাঘাত ভারতের। ইতিমধ্যেই সফল হয়ছে ‘অপারেশন সিঁদুর’। কিছু বুঝে ওঠার আগেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। তারপর থেকেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।

যদিও পাকিস্তানের সমস্ত চেষ্টায় ব্যর্থ করে পাল্টা পাকিস্তানকেই প্রত্যাঘাত করছে ভারত। এই ভারত-পাক উত্তেজনার আবহে এবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ছবি ঘোষণা করেন বলিউডের দুই প্রযোজনা সংস্থা। সঙ্গে প্রকাশ্যে এনেছেন ছবির পোস্টারও। আর তারপরই থেকেই শুরু হয়েছে বিতর্ক।

সম্প্রতি নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার নামে বলিউডের দুই প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিঁদুর’ ছবির ঘোষণা করে ছবির একটি পোস্টার শেয়ার করে। ছবির পরিচালনা করবেন উত্তম মাহেশ্বরী এবং নিতিন কুমার গুপ্তা। শুক্রবার রাতে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার প্রকাশ করেছেন তাঁরা। আর এই পোস্টার রিলিজের পর থেকেই শুরু বিতর্ক।  আর বিতর্ক তুঙ্গে উঠতেই এবার ক্ষমা চেয়ে সিনেমার পোস্টার সোশাল মিডিয়া থেকে তুলে নিলেন পরিচালক উত্তম মাহেশ্বরী।

পরিচালক উত্তম মাহেশ্বরী বলেন, “ভারতীয় সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক বীরত্বের নিদর্শনে অনুপ্রাণিত হয়ে ‘অপারেশন সিঁদুরে’র উপর ভিত্তি করে একটি সিনেমার ঘোষণা করেছিলাম। তবে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারও অনুভূতিতে আঘাত করা বা কাউকে উসকে দেওয়ার অভিপ্রায় আমার ছিল না। একজন পরিচালক হিসেবে দেশের সেনাজওয়ানের ত্যাগ, দুঃসাহস, বীরত্বের কাহিনির উপর আলোকপাত করতে চেয়েছিলাম মাত্র।

দেশের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতেই এই প্রচেষ্টা ছিল, নিজস্ব যশ-খ্যাতি অর্জনের জন্য নয় কিংবা টাকা কামানোর জন্য নয়। তবে এমন সংবেদনশীল সময়ে হয়তো আমার পোস্টার কারও কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এর জন্য, আমি গভীরভাবে দুঃখিত। ক্ষমা চাইছি।” সবমিলিয়ে বিতর্কের মুখে পরেই একপ্রকার ক্ষমা চেয়ে পোস্টার ডিলিট করলেন নির্মাতারা।

Related Articles