উদ্ধারণপুর গঙ্গায় তলিয়ে নিখোঁজ স্কুলছাত্র, শোকস্তব্ধ পরিবার
Schoolboy drowns in Ganga in Baghdaranpur, family in shock

Truth Of Bengal:মনিরুল ইসলাম, কাটোয়া: পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের উদ্ধারণপুর গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন জয় হাজরা নামে এক স্কুলছাত্র। মৃত ছাত্রের বাড়ি বীরভূমের লাভপুর বিধানসভার হাট হাটকালুয়া গ্রামে। পরিবারটি অত্যন্ত গরিব, এই মর্মান্তিক ঘটনার পর গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, জয় কাটোয়ার কেতুগ্রামের উদ্ধারণপুর গঙ্গায় বন্ধুদের সঙ্গে পুণ্যস্নানে এসেছিলেন। স্নান সেরে উঠে বন্ধুরা ঘাটে দাঁড়িয়ে থাকাকালীন আচমকাই দেখতে পান জয় গঙ্গার জলে তলিয়ে যাচ্ছেন এবং হাত নেড়ে প্রাণপণে বাঁচার চেষ্টা করছে। স্থানীয় কয়েকজন পুণ্যার্থী সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লেও জয়কে উদ্ধার করা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই সে গভীর জলে তলিয়ে যায়।
ঘটনার খবর পেয়েই কেতুগ্রাম থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। ডুবুরি নামিয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কেতুগ্রাম ও লাভপুর বিধানসভার বিধায়করা। কেতুগ্রামের দু’নম্বর ব্লকের বিডিও শাশ্বতী দাস জানান, “যত দ্রুত সম্ভব দেহ উদ্ধারের চেষ্টা চলছে, ডুবুরিরা নামানো হয়েছে।”
কেতুগ্রাম থানার আইসি পার্থসারথি মুখার্জি বলেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা সর্বতোভাবে চেষ্টা করছি ছেলেটির দেহ উদ্ধারে।”
ঘটনার পর উদ্ধার কাজ এবং সহানুভূতির আশ্বাস নিয়ে প্রশাসনের পাশে দাঁড়িয়েছে জনপ্রতিনিধিরাও। তবে নিখোঁজ ছাত্রের পরিবার এখনও আশায় বুক বেঁধে অপেক্ষা করছে একটাই খবরের—ছেলের খোঁজ পাওয়ার। এই ঘটনার পর এলাকায় শোক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘাটে নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন।