ভারত-পাকিস্তানের উত্তেজনায় কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর সিদ্ধান্ত নিল আইটি সংস্থাগুলি
IT companies decide to 'work from home' for employees amid India-Pakistan tensions

Truth Of Bengal: ভারত এবং পাকিস্তানের মধ্যে চলছে সংঘাত। এই পরিস্থিতিতে ভারতের বড় বড় আইটি সংস্থাগুলি এবার কর্মীদের বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করানোর সিদ্ধান্ত নিচ্ছে। জানা গিয়েছে, এইচসিএল টেক, ডেলয়েট, ইওয়াই, টেক মহিন্দ্রা এবং কেপিএমজি মত সংস্থাগুলি ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত নিতে চলেছে। বিশেষ করে যেসমস্ত কর্মী দিল্লি-এনসিআর এবং উত্তর রাজ্যগুলোতে কাজ করেন।
মূলত, কর্মীদের সুরক্ষার কথা ভেবেই আইটি সংস্থাগুলি আগামী দিনে এই পথে হাঁটতে চলেছে। ইতিমধ্যেই ওয়ার্ক ফ্রম হোম বিষয়টি মূলত দিল্লি, নয়ডা, গুরগাঁও, চণ্ডীগড় এবং অন্যান্য উচ্চ সতর্কতা অঞ্চলে অবস্থানরত কর্মচারীদের জন্য জারি করেছে একাধিক আইটি সংস্থা। সেইসঙ্গে ডেলয়েট ইন্ডিয়া সকল দেশীয় এবং আন্তর্জাতিক ভ্রমণ স্থগিত করতে কর্মচারীদের অনুরোধ করেছে। বলা বাহুল্য, সীমান্তে উত্তেজনা পরিস্থিতিতে এইচসিএলটেক, ইওয়াই, টেক মাহেন্দ্র মত সংস্থা ৯ মে থেকে চণ্ডীগড়, গুরুগ্রাম এবং নয়ডার সমস্ত অফিসের কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা করে দিয়েছে।ইওয়াই দিল্লি-এনসিআর, চণ্ডীগড়, জয়পুর এবং আহমেদাবাদে কর্মচারীদের জন্য ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত নিয়েছে। এখান থেকেই স্পষ্ট যে, কর্মীদের সুরক্ষার জন্য কড়া পদক্ষেপ নিচ্ছে ভারতের একাধিক শীর্ষস্থানীয় আইটি সংস্থাগুলি।
উল্লেখ্য পহেলগাঁও হামলার প্রতিশোধ হিসেবে ভারত, পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (পিওকে) নয়টি জঙ্গি ঘাঁটিতে সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর, সীমান্তে কড়া সতর্কতা রেখেছে ভারত ৷ বিশেষ করে পঞ্জাব এবং রাজস্থানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সেইসঙ্গে বাতিল হয়ে গিয়েছে কর্মীদের ছুটি। সীমান্ত এলাকায় চলছে কড়া নজরদারি। সেইসঙ্গে পঞ্জাবের ছয়টি সীমান্ত জেলা- ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, অমৃতসর, গুরুদাসপুর এবং তারানের সমস্ত স্কুল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এই আবহে এবার আইটি কর্মীদের বাড়ি থেকে কাজ করার সিদ্ধান্ত নিল একাধিক কোম্পানি।