
Truth Of Bengal: ভারতের কাছে বারবার পর্যদুস্ত হচ্ছে পাকিস্তান। তবুও তারা হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার রাতেও দেশের বিভিন্ন শহরকে টার্গেট করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। তবে সেই হামলার যোগ্য জবাব দিয়ে সমস্ত আক্রমণ প্রতিহত করছে ভারত। আর তাতেই কার্যত ভারতের এয়ার ডিফেন্সের দুর্দান্ত পারফরম্যান্স গড়েছে নজির। এই আবহে শনিবার অমৃতসরে পাক ড্রোন ধ্বংসের ছবি প্রকাশ করল ভারতীয় সেনা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এদিন ভারতীয় সেনার অ্যাডিশনাল ডিরেক্টোরেট জেনারেল অফ পাবলিক ইনফর্মেশনের তরফে জানান হয়েছে, ‘ভোর ৫টা নাগাদ অমৃতসরের খাসা ক্যান্টনমেন্ট এলাকার আকাশে একাধিক শত্রুপক্ষের ড্রোন দেখা যায়। সঙ্গে সঙ্গে ওই ড্রোনগুলিকে ধ্বংস করা হয়েছে।’ শুক্রবার বিকেলের পর থেকেই জম্মু-কাশ্মীরের আকাশে একের পর এক পাক-ড্রোনের দাপাদাপি নজরে এসেছে। যদিও ভারতের প্রত্যাঘাতে পিছু হঠতে হয়েছে তাদের।
#WATCH | Pakistani Posts and Terrorist Launch Pads from where Tube Launched Drones were also being launched, have been destroyed by the Indian Army positioned near Jammu: Defence Sources
(Source – Defence Sources) pic.twitter.com/7j9YVgmxWw
— ANI (@ANI) May 10, 2025
ভারতের একাধিক জায়গাকে টার্গেট করেও পাকিস্তানকে মাথা নোয়াতে হয়েছে ভারতীয় সেনার দাপটের সামনে। পাশাপাশি এই প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনী সাফ জানিয়ে দেয় ভারতের সার্বভৌমত্ম লঙ্ঘন করা এবং সাধারণ নাগরিকদের বিপদে ফেলার জন্য পাকিস্তানের তরফে বারংবার যে হামলা করা হচ্ছে, তা কোনওমতেই গ্রহণযোগ্য নয়। এখান থেকেই স্পষ্ট যে, পাক ড্রোনের নিশানায় ছিল নিরপরাধ মানুষ ও সাধারণ নাগরিক।
উল্লেখ্য, পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার বদলা হিসাবে মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে মোট ৯টি জায়গায় অপারেশন সিঁদুর অভিযান করে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আর সেই হামলার পাল্টা জবাব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তবে তা কড়া হাতে প্রতিহত করে চলেছে ভারত। অন্যদিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবহে দেশের বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে চলছে কড়া নজরদারি। এখন ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে চলছে অভিযান।