রাজ্যের খবর

গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল চা বাজেয়াপ্ত করল বর্ধমান থানার পুলিশ

Based on a secret tip, the Burdwan police seized adulterated tea in a raid.

Truth Of Bengal: বর্ধমান থানার পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকান থেকে বাজারে ভেজাল চা বাজেয়াপ্ত করল। বর্ধমান শহরের তেতুলতলা বাজার, নীলপুর বাজার বেশ কয়েকটি মুদিখানা দোকান বাজারে টাটা টি প্রিমিয়াম ডাস্ট এর মত ব্রান্ডের নামে ভেজাল চা বিক্রি হচ্ছিল। শুধু টাটা কোম্পানিও নয় বেশকিছু ব্রান্ডেড কোম্পানি নামে নকল চা বাজারে বিক্রি হচ্ছে বলেও খবর।

গোপন সূত্রের ভিত্তিতে আজ পুলিশ প্রশাসনের একটি দল ও ইউনিট সার্কেল অফিসার কিছু কর্মকর্তারা আকস্মিক অভিযান চালিয়ে সেই সমস্ত দোকানগুলি থেকে বিপুল পরিমাণ ভেজাল চা বাজেয়াপ্ত করে। সেই সমস্ত চায়ের প্যাকেজিং ব্র্যান্ডেড চা কোম্পানির ডুপলিকেট লেবেল বসানো।  ইউনিট সার্কেল অফিসার অঞ্জন কুমার দাশগুপ্ত (অ্যান্টি পাইরেসি উইং ইস্ট) কাছ থেকে জানা যায় যে যেগুলি বাজারে বিক্রি করা হচ্ছে সেগুলো দেখতে চাই এর গুরুর মতন কিন্তু এর কোন গন্ধ নেই। অন্যান্য জায়গা থেকে কাঁচামাল নিয়ে এসে ব্র্যান্ডেড কোম্পানির প্যাকেজিং করে এইভাবে বাজারে বিক্রি করা হচ্ছে। এই রকম অভিযান গোটা রাজ্য তথা গোটা ভারতেই চালানো হচ্ছে।

অন্যদিকে কিছু দোকানদাররা জানাচ্ছেন তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় কোনটা ভেজাল আর কোনটা ঠিকঠাক দ্রব্য বাছাই করা। তারা বাজার থেকে ১০০/২৫০ চা প্যাকেট নিয়ে এসে দোকানে বিক্রি করেন তারা কিভাবে বুঝবেন এই চা ভেজাল অথচ চায়ের প্যাকেজিং এও টাটা টি লোগো। তেঁতুলতলা বাজারের একটি দোকান থেকে বাজেয়াপ্ত করা হয় ভেজাল চা এছাড়াও বড় মিরপুর বাজারে তিনটি দোকানে অভিযান চালনো হয়।

Related Articles