কলকাতা

তীব্র গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, তাপপ্রবাহের সতর্কতা জারি

South Bengal swelters in intense heat, heatwave warning issued

Truth Of Bengal: দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বর্তমান আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট অস্বস্তিকর ও উদ্বেগজনক। ক্রমাগত বাড়তে থাকা তাপমাত্রা, আর্দ্র আবহাওয়া ও তাপপ্রবাহের ফলে জনজীবন কার্যত অতিষ্ঠ হয়ে উঠেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অন্তত ১২ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে এই দুর্ভোগ অব্যাহত থাকবে।

দক্ষিণবঙ্গে আকাশে মাঝে মাঝে সামান্য মেঘ দেখা গেলেও গরম থেকে স্বস্তি মেলা মুশকিল। কলকাতায় দিনের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ছাড়িয়েছে, আরও বাড়তে পারে ৪২ ডিগ্রি পর্যন্ত।

শনিবার বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বাতাসের বেগ হতে পারে ৩০-৫০ কিমি প্রতি ঘণ্টায়। ভারী বৃষ্টি না হলেও হালকা বৃষ্টি কিছুটা স্বস্তি দিতে পারে। রবিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।

উত্তরবঙ্গেও গরম ক্রমশ বাড়ছে। তাপমাত্রা বাড়বে আরও ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায়।

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বর্তমান আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট অস্বস্তিকর ও উদ্বেগজনক। ক্রমাগত বাড়তে থাকা তাপমাত্রা, আর্দ্র আবহাওয়া ও তাপপ্রবাহের ফলে জনজীবন কার্যত অতিষ্ঠ হয়ে উঠেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অন্তত ১২ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে এই দুর্ভোগ অব্যাহত থাকবে।

দক্ষিণবঙ্গে আকাশে মাঝে মাঝে সামান্য মেঘ দেখা গেলেও গরম থেকে স্বস্তি মেলা মুশকিল। কলকাতায় দিনের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ছাড়িয়েছে, আরও বাড়তে পারে ৪২ ডিগ্রি পর্যন্ত।

শনিবার বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বাতাসের বেগ হতে পারে ৩০-৫০ কিমি প্রতি ঘণ্টায়। ভারী বৃষ্টি না হলেও হালকা বৃষ্টি কিছুটা স্বস্তি দিতে পারে। রবিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।

উত্তরবঙ্গেও গরম ক্রমশ বাড়ছে। তাপমাত্রা বাড়বে আরও ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায়।

Related Articles