ভারত নেপাল সীমান্তের ডাঙ্গুজোত থেকে গ্রেফতার এক তিব্বতের নাগরিক
A Tibetan national was arrested from Dangujot on the India-Nepal border.

Truth of Bengal: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ভারত নেপাল সীমান্তের ডাঙ্গুজোত থেকে এক তিব্বতের নাগরিক গ্রেফতার। ধৃতের নাম লুন্ডুপ ডেচেন (৪৫)। জানা গিয়েছে ভারত থেকে নেপালের প্রবেশের চেষ্টা করছিল এক ব্যক্তি। ঠিক তখনই সন্দেহ হয় সীমান্তে টহলদারি জাওয়ানদের।
এরপরেই এসএসবির জাওয়ানরা ওই ব্যক্তিকে আটক করে এবং লাগাতার জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসাফল তথ্য। জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করেন সে তিব্বতের নাগরিক। এর পরেই ওই ব্যক্তিকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিলে খড়িবাড়ি থানার পুলিশ ধৃতকে গ্রেপ্তার করে।
খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির কাছ থেকে ভারতের নকল আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার রয়েছে। তবে ওই ব্যক্তি কিভাবে ভারতের প্রবেশ করল তা খতিয়ে দেখা হচ্ছে এর পাশাপাশি কেন নেপালি যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হয়। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ ও এস এস বি।