রাজ্যের খবর

রবীন্দ্র জয়ন্তীতে প্রভাতফেরীতে পা মেলালেন আরামবাগের সাংসদ মিতালি বাগ

Arambagh MP Mitali Bagh joins Prabhat Pheri on Rabindra Jayanti

Truth of Bengal: সৌভিক গোস্বামী, আরামবাগ: আজ ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তী, এই উপলক্ষে আরামবাগ পৌরসভা ও আরামবাগ নাগরিক মঞ্চের উদ্যোগে পালিত হলো কবি প্রণাম কর্মসূচি। এদিন আরামবাগ রবীন্দ্র ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান এর মধ্য দিয়ে পালন করা হয় কবি প্রণাম কর্মসূচি। পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সমীর ভান্ডারী ও ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জ রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন। এছাড়াও আরামবাগ নাগরিক মঞ্চের পক্ষ থেকে স্বপন নন্দী, কৃষ্ণ চন্দ্র সাঁতরা সহ আরামবাগের বিভিন্ন গুনি শিল্পীরা মাল্যদান করেন রবীন্দ্র মূর্তিতে। এরপরে তাদেরই আলাদা আলাদা উদ্যোগে আরামবাগের বিভিন্ন জায়গায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হবে বলে জানা গেছে।

শ্রদ্ধার সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী পালন হলো গোঘাটেও। গোঘাটের প্রবীণ নাগরিকদের উদ্যোগে পালন করা হয় এই বিশেষ দিনটি। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এদিন প্রথমে একটি প্রভাত ফেরি করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের পট মূর্তিকে সামনে রেখে গোঘাট থানা সংলগ্ন এলাকা জুড়ে চলে প্রভাত ফেরি।

এরপর থানা চত্বরে উপস্থিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শুরু হয় সংস্কৃতিক অনুষ্ঠান। চলে রবীন্দ্র আলোচনা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ প্রভাত ফেরিতে পা মেলানো থেকে শুরু করে সমগ্র অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন গোঘাট ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা সহ গোঘাটের এক চিকিৎসক সহ বিশিষ্ট ব্যক্তিরা।

Related Articles