রাজ্যের খবর

ছাদই ক্যানভাস! বিশালাকৃতির ক্যানভাস এঁকে তাক লাগালেন যুবক

Canvas on the ceiling! Young man paints a giant canvas and puts it on a shelf

Truth Of Bengal: ২৫ শে বৈশাখ- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই দিনটিকে ঘিরে বাঙালির আবেগ, ভালোবাসা এবং শ্রদ্ধা অনেক গভীর। কেউ কবিতা পাঠ করে, কেউ গান গেয়ে বা আবৃত্তি করে শ্রদ্ধা জানায় রবীন্দ্রনাথকে। কিন্তু নন্দকুমারের কোলসর গ্রামের এক যুবক পঞ্চানন ভূঁইয়া যা করলেন, তা অসাধারণ ও নজিরবিহীন।

নিজস্ব চিত্র

মাত্র ২৩ বছর বয়সী এই চিত্রশিল্পী নিজ বাড়ির ছাদকেই বানিয়ে ফেললেন এক বিশাল ক্যানভাস, আর সেই ক্যানভাসেই ফুটিয়ে তুললেন ২০ ফুট বাই ২০ ফুটের এক বিশাল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। রঙ তুলির ছোঁয়ায় ছাদজুড়ে যেন জীবন্ত হয়ে উঠেছে কবিগুরু। স্থানীয় মানুষ সকাল-সন্ধ্যা ভিড় করছেন তাঁর বাড়িতে, এই বিরল শ্রদ্ধার্ঘ্য দেখতে।

ছোট থেকেই পঞ্চাননের মধ্যে ছিল ছবি আঁকার প্রতি গভীর আকর্ষণ। কিন্তু আর্থিক অনটনের কারণে উচ্চমাধ্যমিকের পর আর পড়াশোনা এগোয়নি। করোনা কালের সেই দুঃসময়ে ছবি আঁকাই হয়ে ওঠে তাঁর আত্মপ্রকাশের পথ। ক্যানভাস ছেড়ে তিনি আঁকতে শুরু করেন চাল, নুড়ি, পাথর, ওষুধের ট্যাবলেট, বোতলের ছিপি, এমনকি চকের উপরেও। এই মাইক্রো আর্টে পঞ্চানন অল্পদিনেই কুড়িয়েছেন জনপ্রিয়তা ও প্রশংসা।

স্বামী বিবেকানন্দ, মা সারদা, রামকৃষ্ণ, এমন বহু মনীষীর প্রতিকৃতি তিনি ফুটিয়ে তুলেছেন নানান ক্ষুদ্র জিনিসে। কিন্তু কবিগুরুর জন্মদিনে পঞ্চাননের ভাবনাটা ছিল আরও বড়। তাঁর ভাষায়, “ছোট থেকেই কবিগুরুকে খুব ভালোবাসি। এবার ভাবলাম এমন কিছু করব, যা সত্যিই সবার মনে থাকবে। তাই বাড়ির ছাদেই আঁকলাম কবিগুরুর বিশাল প্রতিকৃতি।”

দু’দিনে এই কাজ সম্পূর্ণ করেন তিনি। রঙ, তুলি আর অসম্ভব নিষ্ঠা দিয়ে গড়ে তুলেছেন এই অনন্য শিল্পকর্ম। তাঁর এই প্রয়াস কেবল শ্রদ্ধার্ঘ্য নয়, এটি একপ্রকার শিল্পবিপ্লবও—যেখানে ক্যানভাস হয়ে ওঠে ছাদ, আর রং-তুলি মেলে ধরে অন্তরের আবেগ। এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রমাণ করে—প্রকৃত প্রতিভা কখনো সুযোগ খোঁজে না, সুযোগ সৃষ্টি করে নেয়।

Related Articles