রাজ্যের খবর

হিন্দুস্তান কেবলস পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল, চড়ছে জল্পনার পারদ

Central delegation visits Hindustan Cables, speculation is rising

Truth Of Bengal: পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত রূপনারায়ণপুরে অবস্থিত হিন্দুস্তান কেবলস কারখানা বহু বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এক সময় হাজারো কর্মচারীর কর্মস্থল হিসেবে গড়ে ওঠা এই কারখানা আজ পরিণত হয়েছে এক পরিত্যক্ত অবকাঠামোতে। এর মধ্যেই বুধবার নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে, যখন সিআরপিএফের ডিআইজি-সহ চার সদস্যের এক কেন্দ্রীয় প্রতিনিধি দল এই বন্ধ কারখানা পরিদর্শনে আসেন।

তবে এই পরিদর্শনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশাসনিক স্তরে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিনিধি দলের কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি, ফলে কারখানা পরিদর্শনের কারণ ঘিরে জল্পনা আরও বাড়ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনাকে ভোটের আগে ‘রাজনৈতিক গিমিক’ বলে কটাক্ষ করা হয়েছে।

তাঁদের বক্তব্য, অতীতেও বহুবার এই কারখানায় কেন্দ্র ও রাজ্য স্তরের বিভিন্ন প্রতিনিধিদল এসেছে, পরিদর্শন করেছে, প্রতিশ্রুতিও দিয়েছে, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। তাঁদের দাবি, আসন্ন নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এই ধরনের সফর অনুষ্ঠিত হচ্ছে।

কারখানার প্রাক্তন কর্মীরাও তৃণমূলের বক্তব্যকে সমর্থন করেছেন। তাঁদের মতে, বহু বছর ধরে তাঁরা শুধু আশ্বাসই পেয়ে এসেছেন, কিন্তু কর্মসংস্থান বা কারখানা পুনরুজ্জীবনের দিক থেকে কোনও দৃশ্যমান অগ্রগতি হয়নি।

এদিকে, বিজেপির তরফ থেকে পাল্টা অভিযোগ উঠেছে যে তৃণমূল নেতাদের মদতে কারখানার জমি ও আবাসনগুলি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। তাঁদের দাবি, যদি কেন্দ্রীয় স্তরে কোনও পুনরুজ্জীবন প্রকল্প গ্রহণ করা হয়, তবে সেইসব দখলদারি বন্ধ হয়ে যাবে, আর সেই কারণেই তৃণমূল এই কেন্দ্রীয় প্রতিনিধি দলের আগমনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

সবমিলিয়ে, হিন্দুস্তান কেবলস কারখানা আবারও রাজনৈতিক তরজার কেন্দ্রে চলে এসেছে। সাধারণ মানুষের এবং প্রাক্তন কর্মীদের মধ্যে এই মুহূর্তে প্রশ্ন একটাই—এই পরিদর্শন কি বাস্তবিকই কোনও পরিবর্তনের ইঙ্গিত বহন করছে, নাকি এটি আবারও একটি ফাঁকা প্রতিশ্রুতির খেলা?

Related Articles