পঞ্জাবে পথদুর্ঘটনায় মৃত ৬ শিশু সহ ৭ জন, নিখোঁজ ঘাতক লরি চালক
7 people including 6 children killed in road accident in Punjab, lorry driver missing

Truth Of Bengal: ভয়াবহ পথ দুর্ঘটনা পঞ্জাবে। দুর্ঘটনায় মৃত্যু হয় সাত জনের। এই সাত জনের মধ্যে ৬ জন শিশু বলে জানা যায়। বুধবার পাঞ্জাবের পাটিয়ালাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের তরফ থেকে জানানো হয়, ওই গাড়িটি আসছিল ৭ জন পড়ুয়াকে নিয়ে। আচমকাই উল্টোদিক দিয়ে আসা একটি লরি পড়ুয়াদের ওই গাড়িকে সজোড়ে ধাক্কা মারে। সেই সংঘর্ষেই মৃত্যু হয় ৬ জন পড়ুয়াকে সহ গাড়ি চালকের। একজন পড়ুয়াকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।
এই দুর্ঘটনার পর স্থানীয়দের তরফ থেকে শুরু হয় উদ্ধারকাজ। জীবিত অবস্থায় সেখান থেকে কেবল মাত্র একজনকেই উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। তড়িঘড়ি তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাদের দেহ পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। সূত্রের খবর, আহত যুবকের শারিরীক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
তবে ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক হয় পুলিশের তরফ থেকে। পলাতক লরি চালক। তার খোঁজে জারি তল্লাশি অভিযান। অজ্ঞাত পরিচয়ের এক বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ।