রাজ্যের খবর

‘পাসপোর্ট আজাদে’র পাক যোগ ফাঁস, মোবাইল ঘেঁটে মিলল বিস্ফোরক তথ্য

'Passport Azade''s Pak link leaked, explosive information found in mobile phone search

Truth Of Bengal: ‘পাসপোর্ট আজাদে’ নামে পরিচিত আজাদ হোসেন মল্লিকের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাচ্ছে ইডি-এর তদন্তে। তার মোবাইল ফোন ঘেঁটে পাওয়া গিয়েছে প্রায় ২০ হাজার পাতার তথ্য, যার মধ্যে রয়েছে বিপুল সংখ্যক আন্তর্জাতিক নম্বর, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ভয়েস রেকর্ডিং।

তদন্তকারীরা জানাচ্ছেন, আজাদের কন্ট্যাক্ট লিস্টে থাকা বহু নম্বর পাকিস্তানের, এবং সেখানকার নাগরিকদের সঙ্গে সে নিয়মিত যোগাযোগ রাখত। এমনকি, সে বেশ কিছু ‘সন্দেহজনক’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিল। তার মোবাইল থেকে উদ্ধার হওয়া ভয়েস রেকর্ড বিশ্লেষণ করে দেখা হচ্ছে, সে কার সঙ্গে কী কথা বলেছে।

ইডির দাবি, আজাদ সঠিকভাবে বাংলা বলতে পারে না, বাংলা বোঝে বটে, কিন্তু কথা বলায় হিন্দির টান স্পষ্ট। এতোদিন সে কীভাবে বাংলাদেশের নাগরিক সেজে উত্তর ২৪ পরগনার বিরাটিতে বসবাস করছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। তাকে আরও পাঁচ দিনের হেফাজতে নিতে চায় ইডি, যাতে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ চালানো যায়।

এছাড়াও, তদন্তে জানা গিয়েছে, আজাদ জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি করে তার ভিত্তিতে অন্তত ২০০টি ভুয়ো পাসপোর্ট তৈরি করেছে, এবং সংখ্যাটি ৫০০ ছাড়াতে পারে বলে ধারণা। হাওয়ালা মারফত এই জালিয়াতির টাকা বাংলাদেশে পাচার হতো, যা সন্ত্রাসে অর্থ জোগানোর উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে বলে সন্দেহ। এই সব তথ্য মিলিয়ে ইডি এখন প্রায় নিশ্চিত, আজাদের পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে।

Related Articles