রাজ্যের খবর

হরিণঘাটায় শপিং মলে চুরির চেষ্টা, পুলিশের জালে দুই মহিলা

Two women arrested for attempted theft at shopping mall in Haringhata

Truth of Bengal:মাধব দেবনাথ,নদিয়া: নদিয়ার হরিণঘাটায় এক শপিং মলে চুরির অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করেছে হরিণঘাটা থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃত দুই মহিলার নাম মিনু মন্ডল ও সোমা দাস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিণঘাটা থানা এলাকায় অবস্থিত একটি শপিং মলে কিছুদিন আগেই চুরির ঘটনা ঘটে। শপিং মলের ম্যানেজার প্রথমে বিষয়টি লক্ষ্য করেন এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই মহিলাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেন। ফুটেজে দেখা যায়, দুই মহিলা নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু সামগ্রী লুকিয়ে চুরি করার চেষ্টা করছেন। এরপর ম্যানেজার সরাসরি হরিণঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর হরিণঘাটা থানার পুলিশ তৎপরতায় তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত দুই মহিলাকে শনাক্ত করে। শেষ পর্যন্ত তাদের গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই আদালতে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে, যাতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরির ঘটনার সঙ্গে যুক্ত অন্য কোনও ব্যক্তি বা চক্রের সন্ধান পাওয়া যায়।

এদিকে হরিণঘাটা থানা এলাকায় সাম্প্রতিক কালে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে, মহিলারা এই চক্রে জড়িয়ে পড়ায় পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে।

পুলিশের অনুমান, ধৃত দুই মহিলার সঙ্গে আরও কেউ বা কোনো সংঘবদ্ধ চক্র যুক্ত থাকতে পারে। তাদের জেরা করলে অতীতের বেশ কিছু চুরির ঘটনার রহস্য উদঘাটন হওয়ার সম্ভাবনা রয়েছে। চুরির ঘটনা নিয়ন্ত্রণে রাখতে এবং এর পেছনে থাকা চক্রকে ধরতে পুলিশ আরও নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করছে বলে জানিয়েছে।

Related Articles