হেলিকপ্টার ভেঙে উত্তরাখণ্ডে মৃত ৬ পর্যটক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ধামির
6 tourists killed in helicopter crash in Uttarakhand, CM Dhami expresses grief

Truth Of Bengal: যাত্রী বোঝাই হেলিকপ্টার ভেঙে বিপত্তি। উত্তরাখণ্ডের উত্তরকাশিতে বৃহস্পতিবার সকালে ঘটে এই দুর্ঘটনা। চারধাম যাত্রার মাঝে উত্তরাখণ্ডের এই বড়সড় দুর্ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলেই মৃত্যু হয় একাধিক পর্যটকের। আহতের সংখ্যা ২।
দুর্ঘটনাস্থল উত্তরকাশির গংনানীর কাছে। সূত্রের খবর, হেলিকপ্টারটি রওনা দিয়েছিল দেরাদুন থেকে হারসিলের উদ্দেশ্যে। হেলিকপ্টারটির ভেতরে সেই সময় উপস্থিত ছিলেন ৬ জন যাত্রী। কিছুটা যেতেই উত্তরকাশি জেলাতে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখনই সেটি ভেঙে মাটিতে পড়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। সেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় প্রাথমিকভাবে। গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয় দুজনকে। হাসপাতালে ভর্তির পরই তাদেরও মৃত্যুর খবর সামনে আসে। তবে এই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। সমগ্র ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দেন পুলিশ আধিকারিকরা। এই দুর্ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।