২৫ বৈশাখের বোলপুর সফর বাতিল করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly cancels Bolpur visit on 25th Baishakh

Truth of Bengal: ২৫ বৈশাখ বোলপুর তথা বিশ্বভারতীতে আসতে পারছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। ব্যক্তিগত কাজ থাকায় বোলপুর-শান্তিনিকেতন সফর বাতিল করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তিনি বোলপুরে আসবেন ১৮ মে। মঙ্গলবার এমনটা জানিয়েছেন বোলপুর পুরসভার ভাইস চেয়ারম্যান ওমর শেখ।
এবছর রবীন্দ্র জয়ন্তীর দিন বোলপুর পুরসভার তরফে তাকে সংবর্ধনা দেওয়ার কথা জানিয়েছিলেন চেয়ারপার্সন পর্ণা ঘোষ। তার পরিপ্রেক্ষিতে সম্প্রতি তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন। এদিকে ক্রমশ দিন ঘনিয়ে আসতেই শহরের বিভিন্ন প্রান্তে ফ্লেক্স, ব্যানার, ফেস্টুন টাঙিয়ে তোড়জোড় শুরু করেছিল পুরসভা। কিন্তু আচমকা তিনি সফর বাতিল করায় হতাশ বোলপুরের ক্রিকেটপ্রেমীরা।
২৫ বৈশাখ, বোলপুরে সংবর্ধনার পাশাপাশি বিশ্বভারতীতেও বেশ কয়েকটি অনুষ্ঠানে তাঁর যোগদান করার কথা ছিল। ওইদিন সন্ধ্যায় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে সস্ত্রীক যোগদান করার কথা ছিল সৌরভের। কিন্তু তিনি আসছেন না একথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ। তিনি বলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় শান্তিনিকেতন আসতে পারছেন না। একথা মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন। ব্যক্তিগত কাজ থাকার কারণেই তিনি এই সফর বাতিল করেছেন