ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার একটি বাড়ি, সর্বশান্ত দুস্থ পরিবার
A farm destroyed in a terrible fire, a distressed family at peace

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: হঠাৎই আগুন লেগে ভস্মীভূত গোটা একটি ঘর। পুড়ে ছারখার প্রয়োজনীয় কাগজপত্র সহ বিভিন্ন আসবাবপত্র। বর্তমান পরিস্থিতিতে সর্বস্বান্ত একটি দুস্থ পরিবার। নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকার ঘটনা। পরিবারের দাবি, গতকাল রাতে হঠাৎই আগুন লেগে যায়।
জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে কোন লাভ হয়নি। পরবর্তীতে দমকল অফিসে ফোন করলে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে পুড়ে ছারখার হয়ে যায় বিছানা পত্র প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভিন্ন আসবাবপত্র। অন্যদিকে কি কারণে আগুন লাগল তা স্পষ্ট নয় পরিবারের কাছে। বর্তমান পরিস্থিতিতে কিভাবে সংসার চলবে এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে গোটা পরিবার।
বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের তরফ থেকে ওই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। করেন আর্থিক সহযোগিতাও। এছাড় ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে জানার চেষ্টা করে। জানা গেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে ওই পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার কারণে এখন পরিবারটি কিভাবে ঘুরে দাঁড়াবে? এই নিয়ে রয়েছে দুশ্চিন্তায়।