প্রযুক্তি

সাশ্রয়ী মূল্যের, আকর্ষণীয় ডিজাইনের নতুন ইয়ারবাডস আনল Noise

Noise introduces new earbuds with affordable, attractive designs

Truth of Bengal: জনপ্রিয় অডিও ব্র্যান্ড Noise আধুনিক প্রযুক্তি এবং আকর্ষণীয় ডিজাইনের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডস Noise Buds VS601 আনল। এই ইয়ারবাডে পাওয়া যাবে ফাস্ট চার্জিং সাপোর্ট, ১০ এমএম ড্রাইভার ও এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ফিচার‌‌। Noise Buds VS601 ইয়ারবাডের দাম পড়বে ১,১৯৯ টাকা। গ্রাফাইট ব্ল্যাক, কোবাল্ট ব্লু, কপার ব্রাউন, এমারেল্ড গ্রিন ও সিলভার গ্রে রঙে মিলবে। এটি Amazon ও gonoise.com থেকে পাওয়া যাবে।

Noise Buds VS601 ইয়ারবাডে রয়েছে যাবে ৪টি মাইক্রোফোন-সহ এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC) প্রযুক্তি, যা আশপাশের শব্দ কমিয়ে কল শুনতে সাহায্য করবে। ফুল চার্জে ইয়ারবাডটি কেস সহ ৫০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম মিলবে। সাউন্ডের জন্য এই ইয়ারবাডে ১০ এমএম ড্রাইভার ও SonicBlend নামের একটি উন্নত সাউন্ড প্রযুক্তি রয়েছে।

এটি ডুয়েল ডিভাইস পেয়ারিং ফিচার রয়েছে ফলে একে একসঙ্গে দুটি ফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ব্লুটুথ ৫.৩ এবং HyperSync প্রযুক্তি। Noise Buds VS601 এর চার্জিং কেসে রয়েছে ট্রান্সপ্যারেন্ট ঢাকনা এবং পুরো সেটের ওপর রয়েছে মেটালিক ফিনিশ। জল, ধুলো ও ঘাম থেকে সুরক্ষার জন্য এই ইয়ারবাডে IPX5 রেটিং আছে।

Related Articles