প্রযুক্তি
হোয়াটসঅ্যাপ ফোনে ডাউনলোড না করেও কীভাবে করবেন ভয়েজ বা ভিডিও কল?
How to make voice or video calls without downloading WhatsApp on your phone?

Truth Of Bengal: বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হল হোয়াটসঅ্যাপ। গোটা বিশ্বে ব্যবহারকারীর সংখ্যা ৩.৫ বিলিয়নের বেশি। এতদিন কম্পিউটার ডেস্কটপে হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট অ্যাপ ইনস্টল করতে হত উইন্ডোজ বা ম্যাকবুকে ভয়েজ বা ভিডিও কল করার জন্য।
এবার থেকে খুব শিগগিরই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনে সরাসরি ব্রাউজার মারফত ভয়েজ বা ভিডিও কল করতে পারবেন। অ্যাপ ইনস্টল করার প্রয়োজন পড়বে না। নয়া আপডেট চালু হলে, চ্যাট আইকনের পাশে ফোন ও ক্যামেরা আইকন দেখাবে হোয়াটসঅ্যাপ ওয়েবে।
এতে নিরাপদে ব্রাউজার ইন্টারফেস মারফত সরাসরি হোয়াটসঅ্যাপ ভয়েজ বা ভিডিও কল করা যাবে। হোয়াটসঅ্যাপ ওয়েবের সাম্প্রতিক বিটা ভার্সনে আপাতত নয়া ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালু রয়েছে বলে জানিয়েছে WABetaInfo।