শিক্ষা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হতে চলেছে ডিজাইনের ট্রেনিং কোর্স

Design training course to start at Jadavpur University

Truth Of Bengal: রাজ্য, দেশ তথা বিদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে মাইক্রোইলেকট্রনিকস টেকনোলজি ও ভিএলএসআই ডিজাইন বিষয় শর্ট টার্ম সার্টিফায়েড সামার ইন্টার্নশিপ প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সের মেয়াদ ৫ সপ্তাহ।

যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় বিই/বিটেক কোর্সের দ্বিতীয় বর্ষে পাঠরত হলে ও ইসিই/আইইই/ইলেকট্রিক্যাল/সিএসই/আইটি শাখায় বা এমএসসি ইলেকট্রনিকস শাখায় দ্বিতীয় বর্ষের ঊর্ধ্বে পাঠরত হলে আবেদন করতে পারবেন। কোর্স ফি ৯ হাজার টাকা। সঙ্গে ১৮% জিএসটি।

কীভাবে করবেন আবেদন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (www.jaduniv.edu.in) এ দেওয়া প্রদত্ত বয়ান অনুযায়ী লিখতে হবে। অথবা The IC Centre, Department of Electronics & Telecommunication Engineering, 3rd Floor, Jadavpur University, Kolkata ঠিকানা থেকে সংগৃহীত বয়ান অনুযায়ী। আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি, প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগ বা সরাসরি গিয়ে সোমবার থেকে শুক্রবার বিকেল ৫টার মধ্যে গিয়ে জমা করতে হবে। বিশদ খুঁটিনাটি তথ্যের জন্য নজর রাখুন অফিশিয়াল ওয়েবসাইটের দিকে।

কবে থেকে ক্লাস শুরু

নির্বাচিত প্রার্থীদের নিয়ে ১৫ মে থেকে শুরু কোর্স। ক্লাস হবে সোম থেকে শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

Related Articles