রাজ্যের খবর

উচ্চ মাধ্যমিকে পঞ্চম ‘বীরেশ’! সেল্ফ স্টাডি’-তে ভরসা

Fifth 'Veeresh' in Higher Secondary! Relying on 'Self Study'

Truth of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: ছাত্রজীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষা উচ্চমাধ্যমিক। প্রথম পরীক্ষা মাধ্যমিকের স্বমহিমায় উত্তীর্ণ হওয়ার পর লক্ষ্য থাকে উচ্চমাধ্যমিকে ভালো ফল করে আগামী দিনে নিজের ক্যারিয়ার গড়ে তোলার লক্ষ্যে পৌঁছাবে। মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছিল মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র বীরেশ ঘোষ। এ বার উচ্চ মাধ্যমিকে রাজ্যে পঞ্চম হয়েছে সে। ইঞ্জিনিয়ারিং বা যে কোনও টেকনিক্যাল লাইনে যেতে চায় বীরেশ। ৫০০ নম্বরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৪৯৩। বীরেশ ‘সেল্ফ স্টাডি’-তে বেশি জোর দিয়েছিল।

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের মেধা তালিকাতেও নিজের জায়গা ধরে রেখেছে। মাধ্যমিকে দশম স্থান অধিকার করার পর খুশি না হলেও এ বার নিজের রেজ়াল্ট দেখে খুশি হয়েছে সে। মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকার বাসিন্দা বীরেশ বলে, ‘এই নম্বর আশা করেছিলাম। আমি খুশি।’ জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স দিয়ে আইআইটি-তে পড়ার ইচ্ছে রয়েছে তার।

বীরেশর কথায়, ‘পদার্থবিদ্যা আমার প্রিয় বিষয়। তাই, পদার্থবিদ্যা ও গণিতের সঙ্গে জড়িয়ে আছে, এমন কোনও টেকনিক্যাল লাইনেই যেতে চাই। সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে বা অন্য কিছু।’ প্রতিদিন ১০-১২ ঘণ্টা পড়াশোনা করত বলে জানিয়েছে বীরেশ। প্রথম দিকটায় কোনও গৃহশিক্ষক ছাড়াই পড়াশোনা চালিয়ে এসেছে সে। আগামী দিনে নিজের ওপর ভরসা রেখে স্বমহিমায় কর্ম করতে প্রস্তুত বীরেশ। তবে এবারে পড়াশোনার গতিটা যে একেবারে অন্য ধরনের হবে তা তিনি এখন থেকেই উপলব্ধি করতে পারছেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে শিক্ষার মধ্যে নিয়োজিত করে আগামী দিনে লক্ষ্যে পৌঁছানোই তার এখন প্রধান লক্ষ্য।

 

Related Articles