কলকাতারাজ্যের খবর

দক্ষিণবঙ্গে শুরু তীব্র গরমের দাপট, পরবর্তী সপ্তাহে বৃষ্টিতে মিলতে পারে স্বস্তি

Intense heat wave begins in South Bengal, rains may bring relief next week

Truth of Bengal: বিগত কয়েকদিনের হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব কাটিয়ে ফের দক্ষিণবঙ্গে শুরু হয়েছে তাপপ্রবাহের প্রকোপ। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার রূপ বদলাতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গরমের তীব্রতা আরও বাড়বে এবং তৈরি হবে তাপপ্রবাহের পরিস্থিতি।

এই সময়ে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কতা। শুক্রবার থেকে বাঁকুড়াতেও এই সতর্কতা কার্যকর হতে পারে। তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। উচ্চ তাপমাত্রার পাশাপাশি বাড়বে আর্দ্রতাও, যার ফলে সৃষ্টি হবে অস্বস্তিকর গরম।

বাতাসে আর্দ্রতার উপস্থিতির কারণে গরমের তীব্রতা শরীরেও প্রভাব ফেলবে বেশি। বিশেষত এই সময় সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

উত্তরবঙ্গেও একই ছবি। মালদায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনা থাকায় সেখানেও তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।

তবে আশার খবর, আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে আবারও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে সাময়িকভাবে গরমের প্রকোপ কিছুটা কমতে পারে।

এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেখানেও জারি রয়েছে হলুদ সতর্কতা।

 

 

Related Articles