দেশ

পরবর্তী পদক্ষেপ কী হবে? সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে জরুরি বৈঠকে অমিত শাহ

What will be the next step? Amit Shah holds emergency meeting with Chief Ministers of border states

Truth Of Bengal: সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর চুপ করে ছিল না ভারত। তার কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা – একের পর এক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে। এই অভিযান ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত হয়েছে। সেনার দাবি, শতাধিক জঙ্গিকে নিকেশ করা হয়েছে, অথচ পাকিস্তানের সেনাঘাঁটিতে কোনও আঘাত হানা হয়নি।

এই ঘটনার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৯টি রাজ্যের মুখ্যমন্ত্রী। লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপালরাও বৈঠকে অংশ নেন।

বৈঠকে মূলত সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো, আগাম সতর্কতা, ও ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়।

অমিত শাহ আগে থেকেই সেনার এই অভিযানের প্রশংসা করেছেন। তাঁর মতে, “নিরীহ মানুষদের উপর আক্রমণের জবাবই হল অপারেশন সিঁদুর।” তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত যে কোনও হামলার জবাব কঠোরভাবে দেবে।

এখন প্রশ্ন হল, পাকিস্তান এবার কী পদক্ষেপ নেয়, আর কেন্দ্র কীভাবে সীমান্ত সুরক্ষায় আরও জোর দেয়—সে দিকেই তাকিয়ে দেশবাসী।

Related Articles