দেশ

ফের দুর্ঘটনা জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস

Another accident: Passenger bus loses control and falls into a ditch in Jammu and Kashmir

Truth Of Bengal: জম্মু-কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার জম্মু- কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস। আর তাতেই প্রাণ হারিয়েছেন দুজন। সেইসঙ্গে জখম হয়েছেন ৪৪ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ভারতীয় সেনাবাহিনীর একটি দল। উদ্ধারকার্যে সাহায্য করতে এগিয়ে আসে স্থানীয়রাও। পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে। এদিনের দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বাসটি পুঞ্চ জেলার ঘানি গ্রাম থেকে মেন্ধারের দিকে যাচ্ছিল। ঠিক তখনই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তি হলেন ৪৫ বছর বয়সী মোহাম্মদ মাজিদ, যিনি ঘানি গ্রামের বাসিন্দা এবং ৬০ বছর বয়সী নূর হুসেন, যিনি কাসাবলেরির বাসিন্দা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা শুরু দিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন সেইজন্য গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

উল্লেখ্য, এই দুর্ঘটনা প্রথম নয়। রবিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ সেনাবাহিনীর গাড়িটি ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশে রওনা দিয়েছিল। ব্যাটারি চশমার কাছে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ৭০০ ফুট গভীর খাদে পড়ে যায়।  তাতে প্রাণ হারান তিনজন ভারতীয় সেনা। এরআগেও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছিল। এই ঘটনায় তিন বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। বলা বাহুল্য, পরপর জম্মু-কাশ্মীরের দুর্ঘটনার জেরে ছড়িয়েছে উত্তেজনা। সেইসঙ্গে কেন বারবার একই ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

Related Articles