অনুর্ধ্ব-২৩ ভারতীয় দলের কোচ হিসাবে খালিদকেই পছন্দ ফেডারেশনের
Federation chooses Khalid as coach of India U-23 team

Truth Of Bengal: আগামী বছর এশিয়ান গেমস ও এএফসি অনুর্ধ্ব ২৩ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ খেলবে ভারত। সেই টুর্নামেন্টের জন্য ভারতীয় দলের প্রশিক্ষক হিসাবে খালিদ জামিলকেই প্রথম পছন্দ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কর্তাদের।
একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক সূত্রে খবর, ইতিমধ্যেই নাকি ফেডারেশনের পক্ষ থেকে খালিদকে যুব দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে খালিদ এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। খালিদ বর্তমানে জামশেদপুর এফসির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন। এবং তাঁর সঙ্গে জামশেদপুরের চুক্তিও রয়েছে। এই প্রসঙ্গে জামশেদপুর এফসির সিইও মুকুল রায়চৌধুরি জানান, ‘এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে খালিদ জামিলকেই।’
উল্লেখ্য, খালিদ চলতি বছরে ফেডারেশনের বিচারে বর্ষসেরা কোচের স্বীকৃতি পেয়েছেন। এবং ফেডারেশনের কর্তারা মনে করেন এই পদের জন্য খালিদই উপযুক্ত একজন ব্যক্তি। তাই তাঁর হাতেই যুব ফুটবলাদের দায়িত্ব তুলে দিতে চায় ফেডারেশন।
খালিদ জামিল ২০২৪-২৫ মরসুমের আইএসএল-এ জামশেদপুর এফসিকে অভাবনীয় সাফল্য এনে দিয়েছিলেন। তাঁর হাত ধরেই অন্য দলগুলির তুলনায় অপেক্ষাকৃত কম বাজেটের দল নিয়ে সেমিফাইনাল অবধি পৌঁছেছিল জামশেদপুর। সেবার মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হারতে হয় খালিদের দলকে। এরপর সুপার কাপের ফাইনালেও পৌঁছয় তাঁর দল।
শেষ পর্যন্ত শক্তিশালী এফসি গোয়ার কাছে পরাজিত হতে খালিদের দলকে। তবুও খালিদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে প্রাক্তন ফুটবলার থেকে ফেডারেশনের অনেক কর্তাই। আইএসএল-এর আসরে একমাত্র খালিদই হলেন কোনও দলের প্রধান কোচ। সর্বভারতীয় ক্ষেত্রে দুটি হাইভোল্টেজ টুর্নামেন্টে যেভাবে খালিদ তাঁর দলকে নিয়ে লড়াই করলেন, তাতে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। এখন দেখার শেষ পর্যন্ত ফেডারেশনের প্রস্তাবে খালিদ সাড়া দেন কি না।