কবে থেকে মিলবে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা? জানিয়ে দিল রাজ্য সরকার
When will the second installment of the 'Banglar Bari' project be available? State government has announced

Truth Of Bengal: বাংলার প্রান্তিক মানুষের জন্য রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আসছে বড় সুখবর। মে মাসের মধ্যেই ১২ লক্ষ উপভোক্তার হাতে পৌঁছে যাবে দ্বিতীয় কিস্তির টাকা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে প্রথম ধাপে ৮ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া শুরু হচ্ছে। কারণ, তাঁদের বাড়ির লিনটেল পর্যন্ত নির্মাণকাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পের বাকি ৪ লক্ষ উপভোক্তার কাজ যাতে দ্রুত শেষ হয়, তার জন্য পঞ্চায়েত দপ্তর নিয়মিত পর্যবেক্ষণ করছে। প্রশাসনের আশা, মে মাসের মধ্যেই সকল উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে দ্বিতীয় কিস্তির অর্থ।
উল্লেখযোগ্যভাবে, কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা বন্ধ হওয়ার পরই রাজ্য সরকার নিজস্ব অর্থে এই প্রকল্প শুরু করে। প্রতিটি পরিবারকে দেওয়া হচ্ছে ১ লক্ষ ২০ হাজার টাকা করে। প্রথম কিস্তি হিসাবে গত ডিসেম্বরে ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল ৬০ হাজার টাকা করে।
নিয়ম অনুযায়ী, বাড়ির লিনটেল পর্যন্ত নির্মাণ শেষ হলেই মিলবে দ্বিতীয় কিস্তি। তবে এখনও প্রায় ২০ হাজার উপভোক্তা কাজ শুরুই করতে পারেননি। বাকিদের কেউ কেউ কাজ শুরু করলেও এখনও লিনটেল পর্যন্ত পৌঁছাতে পারেননি।
এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, মে মাসেই দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে যাবে ১২ লক্ষ উপভোক্তার কাছে। আমাদের তরফে নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
অর্থদপ্তর সূত্রে খবর, এই ধাপে ৮ লক্ষ উপভোক্তাকে টাকা দিতে প্রায় ৪৮০০ কোটি টাকা খরচ হবে। ইতিমধ্যেই এই বিষয়ে নবান্নের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকও হয়েছে।
এছাড়া, মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারকেও এই প্রকল্পের আওতায় বাড়ি করে দেবে রাজ্য। খুব শীঘ্রই তাঁদের প্রথম কিস্তির জন্য অনুমোদন দেবে অর্থদপ্তর। রাজ্য সরকারের এই পদক্ষেপ বাংলার গরিব মানুষের কাছে বড় আশার আলো।