ভাতারের টুবুগ্রামে পথ অবরোধ, বেহাল রাস্তার প্রতিকারে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
Road blockade in Tubugram, Bhatar, villagers fuming with anger over repair of dilapidated road

Bangla Jago Desk: পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার অন্তর্গত টুবুগ্রামের মানুষ তীব্র বিক্ষোভে ফেটে পড়েছেন। গ্রামের মূল রাস্তার দীর্ঘদিনের বেহাল অবস্থার প্রতিবাদে তাঁরা মঙ্গলবার পথ অবরোধে সামিল হন। অভিযোগ, কয়েক বছর আগে একটি ঠিকাদারি সংস্থার মাধ্যমে এই রাস্তাটি নির্মাণ করা হলেও মাত্র ২-৩ বছরের মধ্যেই তা ভেঙে পড়ে, যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়ে।
স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে বিপদে পড়ছেন। সাইকেল নিয়ে স্কুলে যেতে গিয়ে বারবার পড়ে যাচ্ছে বাচ্চারা। বর্ষাকালে কাদা আর খানাখন্দে রাস্তা হয়ে ওঠে মৃত্যুফাঁদ। বহুবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।
মঙ্গলবার যখন সংশ্লিষ্ট কন্ট্রাক্টর পরিদর্শনে আসেন, তখনই গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এবং রাস্তায় অবরোধ শুরু করেন। তাঁদের একটাই দাবি—“অতি দ্রুত রাস্তার পুনর্নির্মাণ শুরু হোক।” বিক্ষোভকারীরা জানিয়ে দিয়েছেন, কাজ শুরু না হলে তাঁরা বড়সড় আন্দোলনের পথে হাঁটবেন।
ঘটনাস্থলে পৌঁছানো প্রশাসনিক আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গ্রামবাসীদের আশ্বস্ত করেন যে, খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে। আপাতত আশ্বাসে শান্ত হলেও, গ্রামের মানুষ আরও একবার প্রতারিত হতে চান না। তাঁরা স্পষ্ট জানিয়েছেন—এইবার কাজ না হলে আন্দোলন আরও তীব্র হবে।