আন্তর্জাতিকদেশ

ক্ষেপণাস্ত্র হামলার জের! তেল আবিবে বিমান পরিষেবা স্থগিত করল এয়ার ইন্ডিয়া

Air India suspends flights to Tel Aviv after missile attack

Truth Of Bengal: ইজরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নের কাছে ইয়েমেনের হুথি বিদ্রোহী ক্ষেপাণাস্ত্র হামলা চালায়। এই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লি থেকে তেল আবিবগামী একটি উড়ান। হামলার খবর পেয়েই আবু ধাবির দিকে ঘুরিয়ে দেওয়া হয় উড়ানটি।

এই ঘটনার পর এয়ার ইন্ডিয়ার তরফ থেকে নেওয়া হল বড় পদক্ষেপ। বিমান সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ইজরায়েলি শহরের বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলার পরে দিল্লি থেকে তেল আবিবগামী বিমানটি আবু ধাবির দিকে ঘুরিয়ে দেওয়ার পর ৬ মে পর্যন্ত পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বর্তমান অবস্থার প্রেক্ষিতে ৮ মে পর্যন্ত তেল আবিব পর্যন্ত সমস্ত বিমান পরিষেবা স্থগিত করল এয়ার ইন্ডিয়া।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিমান সংস্থার তরফে জানান হয়েছে, বিমান বাতিলের জেরে ২০২৫ সালের ৮ মে পর্যন্ত টিকিট কাটা প্রতিটি গ্রাহকদের তাদেরকে পুরো টিকিটের ভাড়া দেওয়া হবে। সেইসঙ্গে এই সময়কালে যেসকল গ্রাহকদের টিকিট কাটা ছিল তাদেরকে পুনঃনির্ধারণের চার্জে এককালীন ছাড় দেওয়া হবে। বলা বাহুল্য, বর্তমানে নয়া দিল্লি থেকে তেল আবিব পর্যন্ত সপ্তাহে পাঁচটি বিমান পরিচালনা করে থাকে এয়ার ইন্ডিয়া। তবে ক্ষেপাণাস্ত্র হামলার পর আপাতত বেশ কিছুদিন তেল আবিবে যাবে না এয়ার ইন্ডিয়ার কোন বিমান।

উল্লেখ্য, রবিবার সকালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৩৯-এর তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের কথা ছিল। ঠিক সেই সময়েই এই হামলা হয়। এয়ার ইন্ডিয়ার উড়ানটি তখন জর্ডনের আকাশসীমায় ছিল। হামলার খবর পেয়ে মাঝ আকাশেই তড়িঘড়ি উড়ানটিকে আবু ধাবির দিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।  আর এই ঘটনার পরেই যাত্রী সুরক্ষার জন্য কিছুদিন তেল আবিবে বিমান পরিষেবা বন্ধ রাখল এয়ার ইন্ডিয়া।

Related Articles