কলকাতা

নতুন দুর্নীতির অভিযোগ, শহরের একাধিক জায়গায় ইডির হানা

ED raids multiple locations in city over new corruption allegations

Truth of Bengal: নিয়োগ দুর্নীতির পর এবার নতুন এক দুর্নীতির অভিযোগে তোলপাড় শহর। মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতাসহ শহরের পাঁচটি জায়গায় অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযানে ইডি আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও।

মূল অভিযোগ, বেসরকারি মেডিক্যাল কলেজে NRI কোটায় এমবিবিএস আসন বিক্রির ক্ষেত্রে বড়সড় দুর্নীতি হয়েছে। মোটা টাকার বিনিময়ে জাল NRI সার্টিফিকেট ব্যবহার করে ভর্তি করানো হতো ছাত্রছাত্রীদের। এই অভিযোগের ভিত্তিতে ইডির তদন্ত শুরু হয়।

মঙ্গলবার সকালে ইডি পৌঁছয় দক্ষিণ কলকাতার কড়েয়া থানার কাছে তারক দত্ত রোডের এক আইনজীবীর বাড়িতে। সেখানে থাকেন মুনমুন বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী দেবাশিস বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, নিউ টাউনের সিই ২৮ নম্বর আবাসনের একটি ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। সেখানে আগে ‘এডুকেশন ওয়ার্ল্ড’ নামে একটি কোচিং সেন্টার চালানো হতো। ইডি সূত্রে খবর, সৌরভ সাহা নামে এক ব্যক্তি, যিনি এই দুর্নীতিতে মিডলম্যান হিসেবে যুক্ত ছিলেন বলে অভিযোগ, তিনি থাকেন ওই ঠিকানায়।

ইতিমধ্যেই লক্ষণ শেঠের মেডিক্যাল কলেজসহ একাধিক কলেজে তল্লাশি চালিয়েছে ইডি। তদন্তে জানা গেছে, এই জালিয়াতি কেবল পশ্চিমবঙ্গ নয়, ছড়িয়ে রয়েছে ওড়িশা ও তামিলনাড়ুর মতো রাজ্যেও।

বর্তমানে ইডির নজরে রয়েছে অন্তত এক ডজন বেসরকারি মেডিক্যাল কলেজ। গোটা দেশে ছড়িয়ে থাকা এই জালিয়াতি চক্র ভাঙতেই চলছে একের পর এক অভিযান। আরও তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে তদন্তকারী সংস্থা।

Related Articles