কলকাতা

গোয়েন্দা কুকুরদের জন্য রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ, বেঁধে দেওয়া হল খাবারের মান

State govt sets up food standards for spy dogs

Truth of Bengal: তারা কথা বলে না, কিন্তু কাজ করে নিখুঁত। বোমা খোঁজা থেকে শুরু করে অপরাধী ধরার কাজে যারা সবচেয়ে নির্ভরযোগ্য, সেই গোয়েন্দা কুকুরদের জন্য এবার রাজ্য সরকার নিল বিশেষ উদ্যোগ। তাদের খাবার হবে এবার নির্দিষ্ট নিয়মে, একেবারে পুষ্টিকর ও উচ্চমানের।

রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, প্রতিটি কুকুরের জন্য মাসে ৬,৭৫০ টাকা বরাদ্দ হয়েছে শুধুমাত্র খাবারের জন্য। লালবাজার থেকে প্রতিটি জেলা ও কমিশনারেটকে পাঠানো হয়েছে নির্দিষ্ট খাবারের তালিকা।

কি থাকছে তাদের পাতে?

  • প্রতিদিন একটি করে উন্নত মানের ডিম
  • টাটকা মাংস (যাতে রং বা সংরক্ষণকারী কিছুই না থাকে)
  • ভাত, ডাল, টাটকা সবজি
  • গরমে থাকছে দই, যাতে শরীর ঠান্ডা থাকে
  • শক্ত দাঁতের জন্য আলাদা করে দেওয়া হবে মাংসের হাড়
  • প্রয়োজনে বিশেষ ‘ডগ ফুড’, যাতে ১৮% প্রোটিন নিশ্চিত করা হবে

প্রতিটি কুকুর মাসে পাবে:

  • ৩ কেজি রেড মিট, ৯ কেজি মুরগির মাংস
  • ৬ কেজি গমের ডালিয়া, ৩ কেজি চাল
  • ৩০টি ডিম
  • ১.৫ কেজি ডগ বিস্কুট (লো-ফ্যাট)
  • ১.৫ কেজি টক দই
  • মরশুমি সবজি, মসুর ডাল ও প্রয়োজনীয় মশলা

ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সের পুষ্টিবিদরা এই তালিকা প্রস্তুত করেছেন। অসুস্থ কুকুরদের জন্য চিকিৎসকের পরামর্শে খাবার আলাদা করে দেওয়া হবে।

এই উদ্যোগ প্রমাণ করে, রাজ্য কতটা গুরুত্ব দিচ্ছে এই চারপেয়ে নিঃশব্দ সুরক্ষা বাহিনীর প্রতি। মানুষের জীবন রক্ষায় যারা নিরলস কাজ করে, তাদের খাদ্যেও এবার থাকছে সম্মান ও যত্নের ছোঁয়া।

Related Articles