উত্তরাখণ্ডে ধর্ষণের ফলে গর্ভবতী ৭২ নাবালিকা! সাহায্যার্থে চালু সরকারি প্রকল্প
72 minors pregnant due to rape in Uttarakhand! Government scheme launched to help

Truth Of Bengal: উত্তরাখণ্ডে ৭২ জন নাবালিকা ধর্ষণের পর গর্ভবতী হয়ে মা হয়েছে—এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাজ্য সরকারের এক জরিপে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকার জানিয়েছে, ওই কিশোরীদের এবং তাদের সন্তানদের পূর্ণ সহায়তা দেওয়ার জন্য একটি পুনর্বাসনমূলক সরকারি প্রকল্প চালু করা হয়েছে।
রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের ডিরেক্টর প্রশান্ত আর্য বলেন, “এই প্রকল্পে নির্যাতিতাদের চিকিৎসা, আইনি সহায়তা, বাসস্থান ও শিক্ষার সুযোগ দেওয়া হবে। তাদের মানসিক স্বাস্থ্যও বিশেষভাবে নজরে রাখা হবে।”
সরকার জানিয়েছে, ওই নাবালিকারা ২৩ বছর বয়স না হওয়া পর্যন্ত তাদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাদের যাতে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে অসুবিধা না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে চায় প্রশাসন।
প্রতিটি নাবালিকার জন্য একটি নির্দিষ্ট আর্থিক সহায়তা বরাদ্দ করা হয়েছে, যা জেলা প্রশাসনের মাধ্যমে সরাসরি পৌঁছে দেওয়া হবে। এই প্রকল্প ১০০ শতাংশ সরকারি তহবিল দ্বারা পরিচালিত হবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক সমাজকর্মী ও শিশু সুরক্ষা সংগঠন। তাঁদের মতে, শুধু আর্থিক নয়, মানসিক ও সামাজিক সহায়তা এই শিশু মায়েদের নতুন করে বাঁচার সাহস দেবে।