
Truth Of Bengal: এবার ফিফার শাস্তির মুখে পড়ল সদ্য আইএসএল-এ ডবল খেতাবজয়ী দল মোহনবাগান সুপার জায়ান্ট। এর ফলে যতদিন না ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুলছে, ততক্ষণ পর্যন্ত কোনও স্বদেশী ও আন্তর্জাতিক ফুটবলারকে নিজেদের দলে নিতে পারবে না সবুজ-মেরুন কর্তারা। শুধু তাই নয়, এর পাশাপাশি মোহনবাগানকে দিতে হবে আর্থিক জরিমানাও। ভারতীয় মূদ্রায় সেই জরিমানার পরিমাণ প্রায় দু লক্ষ টাকা।
কি কারণে ফিফার এমন শাস্তির মুখে পড়তে হল মোহনবাগানকে? জানা গিয়েছে মোহনবাগানের অজি বিশ্বকাপার জেসন কামিংসের বেতনের একটা অংশ নিয়ে ডিক্লারেশন জমা দিতে হয় ফিফার কাছে। কিন্তু গত দু বছর ধরে বাগান কর্তারা তা জমা দেননি ফিফার দফতরে। ফলে তাদের এমন শাস্তির মুখে পড়তে হল মোহনবাগানকে।
এর পাশাপাশি কামিন্সের সলিডাটারি পেমেন্ট জমাও দেওয়া হয়নি মোহনবাগানের পক্ষ থেকে। এবং তারপরই ফিফার এমন শাস্তির মুখে দেখতে হল বাগানকে। এবং মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্টকে ৩০ দিন সময়ও দেওয়া হয়েছে সবুজ-মেরুন কর্তাদের।
এদিকে বাগানের এক বিশ্বস্ত সূত্র মারফত জানা গিয়েছে, মোহনবাগানের পক্ষ থেকে ২০২৪ সালে ডিক্লারেশন জমা দেওয়া হয়েছিল ফিফার কাছে। কিন্তু সেটা ফিফা কর্তাদের মনঃপুত হয়নি। সেই কারণে ফিফা বাগানের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
সূত্রের খবর, ফিফার শাস্তির পরে বাগান কর্তারা নাকি ইতিমধ্যেই ফিফার কাছে লিঙ্ক চেয়েছে। যার মাধ্যমেই তাঁরা ওই বিষয়ের কাগজগুলি সাবমিট করতে চান। এবং কর্তারা মনে করছেন, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই হয়ত এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে মোহনবাগানের মত একটা ঐতিহ্যশালী ক্লাবের মুকুটে এইরকম শাস্তি স্বাভাবিকভাবেই একটা কালো অধ্যায় বলেই মনে করছে ফুটবল মহল।