পান্ডুয়ার শিক্ষকের বাগানে ফলেছে ‘ব্রুনাই কিং আম’
'Brunei King Mango' blooms in Pandua teacher's garden

Truth Of Bengal: হুগলি, রাকেশ চক্রবর্তী: এক একটি আমের ওজন হবে চার পাঁচ কেজি। খেতেও সুস্বাদু। বাড়িতেই সখের আমবাগান করেছেন পান্ডুয়া বেনেপাড়ার বাসিন্দা পার্থ দে। তিনি পেশায় একজন শিক্ষক পার্থ। তার শখ গাছ লাগানো। হরেক রকম ফলের গাছ করেছেন নিজের বাড়ির বাগানে।
নিজে আম খেতে ভালোবাসেন বলে, দেশ বিদেশের প্রায় ২৫ রকমের আম গাছ বসিয়েছেন তিনি। গত পাঁচ বছর ধরে তার বাগানে ফলছে মিয়াজাকি, আমেরিকান কেন্ট, চ্যাং মাই, বুনাই কিং, ইয়োলো আইভরি, ব্যানানা ম্যাঙ্গোর মত দুষ্পাপ্য সব আম। এবারই প্রথম ব্রুনাই কিং আম ফলিয়েছেন।
ভিয়েত নামের লাল কাঁঠাল, আতা, সবেদা, জামরুল, কলা, লিচুর মত ফল গাছও রয়েছে তার বাগানে। পার্থ জানান, প্রতি বছরই গরম বাড়ছে। তাই গাছ লাগানোর সংকল্প করেছি। ফল খাওয়াও হল আবার গাছও হল। তাতে মানুষের উপকারই হবে।
লক্ষাধিক টাকার ফলের চারা কিনে বসিয়েছেন। সার খোল দিয়ে গাছের পরিচর্যা করেন। থাইল্যান্ডের একটি প্রজাতির আম রয়েছে যা সারা বছর ফলে। আমেরিকান কেন্টের চারা হাওড়ার একটি নার্সারি থেকে সারে ছয় হাজার টাকা দিয়ে কিনে এনেছিলেন। মেদিনীপুর থেকে এনেছেন ব্রুনাই কিং প্রজাতির আমের চারা। সেই গাছে আম ফলেছে। যার ওজন এখনই তিন কিলো হয়েছে। পাকার সময় আরও বারবে ওজন।