নাইট শিবিরে অশান্তির আঁচ, শাহরুখের পাঠানো শুভেচ্ছা বার্তায় বাদ ভেঙ্কটেশ
Unrest in Knight camp, Venkatesh left out of Shah Rukh's congratulatory message

Truth Of Bengal: রবিবার আইপিএল-এ নিজেদের ঘরের মাঠে রাজস্থানকে ১ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে কেকেআর। এই ম্যাচ জয়ের পর অন্যবারের মত দলের খেলোয়াড়দের নাম উল্লেখ করে শুভেচ্ছাবার্তা সিইও ভেঙ্কি মাইশোরকে পাঠিয়ে দেন নাইট কর্তা শাহরুখ খান। রাজস্থান ম্যাচের ক্ষেত্রেও তাঁর ব্যতিক্রম হয়নি।
ম্যাচ শেষে টিম হোটেলে গিয়ে দলীয় খেলোয়াড়দের সামনে শাহরুখের সেই বার্তা পড়ে শোনান ভেঙ্কি মাইশোর। অদ্ভুতভাবে শাহরুখের পাঠানো সেই তালিকায় অন্যরা স্থান পেলেও থাকলেন না চলতি আইপিএল-র সবচেয়ে নাইটদের সবচেয়ে দামি খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ার। নাইটদের পক্ষ থেকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট-ও করা হয়েছে। তবে কেন ভেঙ্কটেশের নাম বাদ পড়ল শাহরুখের তালিকা থেকে তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এবারের আইপিএল-র আসরে একেবারেই ছন্দে নেই ভেঙ্কেটেশ আইয়ার। ইতিমধ্যে নাইটদের হয়ে ১১টি ম্যাচ খেলে ফেললেও, একেবারে ছন্দহীন নাইট শিবিরের হাইয়েস্ট পেইড ক্রিকেটারটি। তাঁর সংগ্রহ মাত্র ১৪২ রান। যা একেবারেই মেনে নিতে পারছেন না স্বয়ং শাহরুখ।
কিং খান তাঁর বার্তায় লেখেন, ‘রবিবার ইডেনে হাড্ডাহাড্ডি ম্যাচে রাজস্থানের বিপক্ষে আমরা জয় পেয়েছি। এটাই বড় কথা। দলের সকলকে আমার শুভেচ্ছা জানাই। পাশাপাশি ভাল লাগল রাসেলকে ছন্দে ফিরতে দেখে। সুনীল, বরুণরা, হর্ষিতা, গুরবাজরা নিজেদের কাজ সঠিকভাবে করার চেষ্টা করেছ। রিঙ্কু তুমিও সেরাটা দিয়েছ। অঙ্কৃশ নিজেকে আরও উন্নত কর। তোমাকে এইরকম ছন্দেই আমরা দেখতে চাই। বৈভব-ও চেষ্টা করেছে। মঈন ভাই-ও তাই। দলের অধিনায়ক-ও ব্যাটিং-এ যেমন নেতৃত্ব দিয়েছে, ফিল্ডিংয়েও তাই। সাবাস! এগিয়ে চল। সকলে ভাল থেকো। সুস্থ থেকো।’
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যেহেতু গোটা ম্যাচে ভেঙ্কটেশের কোনও ভূমিকাই ছিল না, তাই তাঁর নাম নেননি শাহরুখ। কেননা রাজস্থানের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের প্রথম একাদশে তাঁর নাম থাকলেও, ভেঙ্কটেশকে নামানো হয়নি। উল্টে বোলিংয়ের সময় তাঁর জায়গায় নামানো হয় বৈভবকে। কাজেই বিশেষজ্ঞরা মনে করছেন এই দক্ষিণী ব্যাটারের ওপর হতাশ হয়ে পড়ছেন নাইট কর্তৃপক্ষ। তাহলে কি আগামী বছরে তাঁর বিদায়ের ঘণ্টা বাজিয়ে দেওয়ার প্রস্তুতি এখন থেকেই সেরে নিচ্ছেন নাইট কর্তৃপক্ষ, অবশ্য তা সময়ই বলবে।