ফের গ্রেফতার সন্ন্যাসী চিনময়কৃষ্ণ! জামিন মঞ্জুরের ৫ দিন পর অপর মামলায় নির্দেশ আদালতের
Monk Chinmoy Krishna Das arrested again! Court orders in another case 5 days after granting bail

Truth Of Bengal: বাংলাদেশের সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনগত ৩০ এপ্রিল মঞ্জুর করেছিল হাইকোর্ট। তবে জেলমুক্তি হয়নি তার এখনও। কিন্তু সেই জেলমুক্তির আগেই ফের তাকে গ্রেফতার করা হলো একটি মামলাতে। তাকে শোন অ্যারেস্টের নির্দেশ দেয় চট্টগ্রাম আদালত।
প্রসঙ্গত, চিন্ময়কৃষ্ণের জামিনের মামলাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে গত বছরের নভেম্বরে হিংসাত্মক রূপ নিয়েছিল অশান্তি। তাতেই প্রাণ যায় আইনজীবী সাইফুল ইসলামের। অভিযোগ ওঠে, সাইফুলকে নৃশংসভাবে কুপিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল আদালত চত্বরেই।
সেই ঘটনাতেই চিন্ময়কৃষ্ণকে গ্রেফতারির নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, আইনজীবী হত্যা মামলায় চিন্ময়কৃষ্ণকে গ্রেফতার করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন তদন্তকারীরা। এবার সেই আবেদনই এবার সোমবার গ্রাহ্য করলেন চট্টগ্রাম আদালতের বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ। সোমবার এই সংক্রান্ত ভার্চুয়াল শুনানিতে ‘শোন অ্যারেস্ট’-এর নির্দেশ দেন তিনি।
আইনজীবীর মৃত্যুর পর সেই সংক্রান্ত ছ’টি মামলায় মোট ৫১ জনকে গ্রেফতার হয়েছিল। মূল অভিযুক্তেরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আদালতে। এই মামলায় ধৃত ২১ জন জেলে রয়েছেন এখনও।