রাজ্যের খবর

আম বোঝাই গাড়ি উল্টে গিয়ে মৃত ২, চাঞ্চল্য এলাকায়

2 dead after mango-laden car overturns in sensitive area

Truth Of Bengal: উল্টে গেল আম বোঝাই গাড়ি। ঘটনাটি ঘটে, পূর্ব বর্ধমান জেলার মেমারি বোহারের সোনাডাঙ্গা এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে ওই এলাকায়। পার্শ্ববর্তী পুকুর থেকে উদ্ধার ২ ব্যক্তির দেহ। জানা যায়, রবিবার রাত্রি দশটা নাগাদ একটি আম বোঝাই গাড়ি কালনা বর্ধমান রোডের ওপর দিয়ে যাচ্ছিল। সেই সময় পার্শ্ববর্তী পুকুরে আচমকাই পাল্টি খেয়ে যায় ওই গাড়িটি। যার জেরে এক বিকট শব্দ হয়। সেই আওয়াজ শুনে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা।

এরপর তারা সাথে সাথেই ওই গাড়িটিকে উদ্ধার করতে হাত লাগান। কিন্তু তারা কিছুতেই সেই কাজ করতে সফল হয়না। এরপর তারা খবর দেয় মেমারি থানায় এবং বিপর্যয় মোকাবিলা টিমকে। সেই খবর মিলতেই পুলিশ এসে পৌঁছায় ওই এলাকায়।

পুলিশ এসে পৌঁছাতে খবর দেওয়া হয় মোকাবিলা টিমের সদস্যদের। মোকাবিলা টিম এসে উদ্ধার কাজে নামেন। একটানা উদ্ধারকার্য চালিয়ে যাওয়ার পর ওই গাড়িতে থাকা দুই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। তবে এখনও আরেকজন ব্যক্তির দেহ রয়েছে বলে স্থানীয়দের অনুমান।

Related Articles