রাজ্যের খবর

ক্যানিং পূর্বে আইএসএফ-র বিরুদ্ধে জিহাদ ঘোষণা শওকত মোল্লার, দলীয় সভা থেকে তীব্র হুঁশিয়ারি

Shaukat Mullah declares jihad against ISF before canning, receives stern warning from party meeting

Truth of Bengal: ইয়ামুদ্দিন সাহাজী, ক্যানিং পূর্ব:দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার সারেঙ্গাবাদ এলাকায় আব্বাস সিদ্দিকীর সভা হওয়ার কথা ছিল তার পাল্টা প্রতিবাদ কর্মীসভা থেকে সরাসরি আইএসএফ ও বিরোধীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি স্পষ্ট ভাষায় জানান, “নয় আইএসএফ, নয় তৃণমূল একসাথে থাকতে পারে না। যাঁরা তৃণমূলের নামে রাস্তায় নামছে, তাঁদের বিরুদ্ধে লড়াই করতে হবে।”

সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “চোখ কান খোলা রাখুন, শকুনের নজর পড়েছে ক্যানিং পূর্বে। শকুনি আর তার বাচ্চাদেরও নজর পড়েছে। এদের আগামী দিনে লক্ষ্য রাখতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা শপথ নেব, যতদিন না ফুরফুরা শরীফে গিয়ে মাজার জিয়ারত করছি, ততদিন ক্যানিং পূর্বে আব্বাস সিদ্দিকীর কোনো জায়গা থাকবে না।” কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, “আব্বাস সিদ্দিকীর যদি বুকের পাটা থাকে, তবে আসুক। আর আমাদেরও বুকের পাটা থাকলে আমরা রক্ষা করব। বিজেপি, সিপিএম, কংগ্রেস একজোট হলেও ক্যানিং পূর্বে লক্ষাধিক ভোটে হারাতে প্রস্তুত আছি।”

 

Related Articles