শান্তির বার্তা, উন্নয়নের প্রতিশ্রুতি ও ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী
Chief Minister visits Murshidabad with message of peace, promise of development and support to the affected people

Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার দুইদিনের সফরে মুর্শিদাবাদ রওনা দিলেন। বহরমপুরে পৌঁছে তিনি তৃণমূলের সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন। রাতটি তিনি সার্কিট হাউসে থাকবেন। তবে এই সফরের মূল উদ্দেশ্য সামশেরগঞ্জে সাম্প্রতিক অশান্তির পরে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো।
গত মাসে ওয়াকফ সংশোধনী আইন ঘিরে সামশেরগঞ্জে অশান্তি ছড়ায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ, গ্রেফতার হয় দুষ্কৃতীরা, শাস্তিও পায় গাফিলতিতে যুক্ত পুলিশ অফিসাররা। এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তিনি নিজে যাচ্ছেন এলাকা পরিদর্শনে।
মঙ্গলবার সামশেরগঞ্জে গিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন এবং পর্যালোচনা করবেন সাহায্যের কাজ কতদূর এগিয়েছে। এরপর সুতির ছাবঘাটি ময়দানে তাঁর জনসভা রয়েছে। সেখান থেকেই একাধিক সরকারি পরিষেবা প্রদান, প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। বুধবার তিনি কলকাতায় ফিরে আসবেন।
বিরোধীরা আগেই প্রশ্ন তুলেছিল, মুখ্যমন্ত্রী কেন অশান্ত এলাকায় যাননি। এবার মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি পূরণ করছেন। প্রশাসনের দৃঢ় ভূমিকা ও মুখ্যমন্ত্রীর উপস্থিতি—এই দুই মিলিয়ে মুর্শিদাবাদে ফের শান্তি ও আস্থার বার্তা দেওয়া হচ্ছে বলে মনে করছেন অনেকেই।