রাজ্যের খবর

মাঝ গঙ্গায় নৌকা থেকে পড়ে গেলেন বৃদ্ধ, তল্লাশি পুলিশের 

Elderly man falls off boat in middle of Ganga, police searching

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: প্রতিদিনের মতো মাছ ধরতে গিয়ে মাঝ গঙ্গায় নৌকা থেকে পড়ে যায় বৃদ্ধ। ঘটনাটি ঘটে, কালনা মহিষমুদ্দিন গঙ্গার ঘাট এলাকায়। গঙ্গাই তলিয়ে যাওয়া ওই বৃদ্ধের নাম সন্ন্যাসী মাঝি, বয়স আনুমানিক ৬৫ বছর। জানা যায়, শান্তিপুর থানার অন্তর্গত চাঁদকুড়ি লিচুতলা পাড়া এলাকার বাসিন্দা সন্ন্যাসী মাঝি পেশায় জেলে।

সেই পেশার কারণেই প্রতিদিনের মতো সোমবার ভোরবেলায় নৌকা নিয়ে তার নাতিকে সঙ্গে করে মাছ শিকার করতে যায়। পরিবারের দাবি, বেশ  কিছুদিন ধরে সন্ন্যাসী মাঝি শারীরিক অসুস্থ ছিল। সেই কারণেই হয়তো নৌকা থেকে সে মাছ গঙ্গায় পড়ে গিয়েছে।

পুরো বিষয়টি তার নাতির কাছ থেকেই জানতে পারে পরিবারের লোকজন। এরপরে খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। শান্তিপুর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবেলা দফতরের তরফ থেকে খোঁজ শুরু করে। এখনও পর্যন্ত পাওয়া যায়নি ওই বৃদ্ধকে। তবে ওই বৃদ্ধকে পাওয়া গেলে তার ময়নাতদন্তের পরই সুস্পষ্টভাবে জানা যাবে কি কারনে তিনি গঙ্গায় পড়ে গেলেন।

Related Articles