বিনোদন

মেট গালায় হাঁটবেন অন্তঃসত্ত্বা কিয়ারা, নিউ ইয়র্কে পৌঁছেছেন হবু মা

Pregnant Kiara to walk at Met Gala, expectant mother arrives in New York

Truth Of Bengal: কিয়ারা আডবানি। এই বলিউড হাসিনার মেট গালার লাল গালিচায় হাঁটা এখন শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছেন বলিউডের হবু মা কিয়ারা। সেই ঝলক ধরা পড়েছে অভিনেত্রীর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। কিয়ারা তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে সেই ছবি ভাগ করে নিয়েছেন।

সেই ছবিতে দেখা যাচ্ছে, একটি টেবিলে থাকা চকলেট, ফুলের ছবি। কালো পোশাক পরা একটি ম্যানিকুইনের স্টাইলে তৈরি কেকও দেখা গিয়েছে। যা দেখে স্পষ্ট মেট গালার লাল গালিচায় অভিনেত্রীর হাঁটা প্রায় নিশ্চিত। সেই প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন অন্তঃসত্ত্বা কিয়ারা।

সূত্রের খবর, মেট গালায় ডিজাইনার গৌরব গুপ্তার পোশাকে সাজবেন কিয়ারা। ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে ৫ মে। মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট ফেব্রুয়ারি মাসেই চলতি বছরের মেট গালার থিম প্রকাশ করেছে। এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজপোশাকে লাল গালিচায় ধরা দেবেন তারকারা।

প্রতীক্ষিত সেই মেগা ফ্যাশন অনুষ্ঠানেই যোগ দেবেন অন্তঃসত্ত্বা কিয়ারা। স্বাভাবিকভাবেই অন্তঃসত্ত্বা অবস্থায় বিশ্ব ফ্যাশন মঞ্চ ‘মেট গালা’র রেড কার্পেটে কিয়ারার হাঁটা নিঃসন্দেহে সাহসী পদক্ষেপ এবং কিয়ারার কেরিয়ারেও নতুন মাইলস্টোন যোগ হতে চলেছে। উল্লেখ্য, এর আগে প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরা মেট গালায় হেঁটে নজর কেড়েছিলেন। এবার সেই তালিকায় নবতম সংযোজন হতে চলেছেন কিয়ারা আডবানি। স্বাভাবিকভাবেই অন্তঃসত্ত্বা কিয়ারাকে ‘মেট গালা’র রেড কার্পেটে দেখতে মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা।

Related Articles