প্রয়াত পদশ্রী প্রাপক যোগগুরু স্বামী শিবানন্দ বাবা
Late Padashree recipient yoga guru Swami Sivananda Baba

Truth Of Bengal: প্রয়াত পদশ্রী প্রাপক যোগগুরু স্বামী শিবানন্দ বাবা। শনিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে শিবানন্দ বাবার বয়স হয়েছিল ১২৯ বছর। স্বাস্থ্যগত কিছু সমস্যা নিয়ে ৩০ এপ্রিল বাবা শিবানন্দকে বিএইচইউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার রাতে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশ-বিদেশে বহু অনুগামী রয়েছে শিবানন্দ বাবার।
তাঁদের জন্য রবিবার পর্যন্ত বেনারসের কবীরনগরে স্বামীজির আশ্রমে রাখা থাকবে তাঁর মরদেহ। সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হতে পারে বলে খবর। বয়স ১২৯ হলেও শেষ জীবনে যথেষ্ট সক্ষম ছিলেন স্বামী শিবানন্দ। প্রতিদিন কয়েক ঘণ্টা যোগব্যায়াম করতেন তিনি, যা তাঁর সুদীর্ঘ জীবনের চাবিকাঠি হয়ে ওঠে বলে জানা যায়।
স্বামী শিবানন্দ সরস্বতী ১৮৯৭ সালের ৮ আগস্ট ব্রিটিশ ভারতের সিলেট জেলায় (বর্তমানে বাংলাদেশে) জন্মগ্রহণ করেন এবং ৬ বছর বয়সে তিনি তার মা ও বাবাকে হারান। তাঁর বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন করার পর, তাঁকে নবদ্বীপ (পশ্চিমবঙ্গ) এর গুরুজির আশ্রমে নিয়ে আসা হয়। গুরু ওমকারানন্দ গোস্বামী তাঁকে লালন-পালন করেন। আনুষ্ঠানিক স্কুল শিক্ষা ছাড়াই, তাঁকে যোগব্যায়াম শিক্ষাদান করা হত।
এরপর ১৯৭৯ সালে বারাণসীতে এসে শিবানন্দ বাবা গুরু ওমকারনন্দের কাছ থেকে যোগশিক্ষা লাভ করেন। সেখানকার দুর্গাকুণ্ডেই স্বামী শিবানন্দের আশ্রম রয়েছে। ২০২২ সালে তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে সম্মানিত করেন তদানীন্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পাশাপাশি, যোগরত্ন পুরস্তাক, বসুন্ধরা রত্ন পুরস্কারও পেয়েছেন। এবার দেশের প্রবীণতম যোগী স্বামী শিবানন্দ বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।