রাজ্যের খবর

ইউটিউব দেখে মাধ্যমিকে বাজিমাত রামনগরের অভয়ার!  

Ramnagar's Abhaya wins Madhyamik by watching YouTube!

Truth of Bengal: বোধড়া পন্থেশ্বরী হাই স্কুলের ছাত্রী অভয়া দাস। বাড়ি জসিপুর। বাবা-মা মারা যাওয়ার পর আবার একমাত্র সম্বল মাসি আর মেসো। মাসি আর মেসোর কাছে থেকে পড়াশোনা করতো। মাধ্যমিক পরীক্ষায় ৬৫২ নম্বর পেয়েছে, রামনগর থানার অন্তর্গত বোধড়া পন্থেশ্বরী হাইস্কুলে প্রথম স্থান অধিকার করেছে। এই ফলাফলে বিদ্যালয় এবং পরিবারকে গর্বিত করল অভয়া দাস।  জানা যায়ী অভয়া দাস ইউটিউব দেখে পড়াশোনা করতো।

যদিও মেসো অংকের গৃহ শিক্ষক, মাঝে মধ্যে তিনি সাহায্য করতেন। অভয়া প্রথম থেকে ট্যালেন্টেড মেয়ে প্রত্যেকটি ক্লাসে প্রথম স্থান অধিকার করত। সব সময় সহায়তা করতেন তার মেসো। এবং তার মাসি পরিবারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় তিনি করতেন। অভয়া দাস নিট পরীক্ষা দিয়ে ডাক্তার হতে চায়। তার প্রথম থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। অভয়া দাস মধ্যবিত্ত বাড়ির মেয়ে। বাড়ি ছাড়া অন্য কোথাও প্রাইভেট পড়তে যেত না বা বাড়িতে অন্য কোন প্রাইভেট অর্থাৎ গৃহ শিক্ষক আসতেন না। সেলফ স্টাডি করতো সে।

আভয়া জানিয়েছে, “আমি প্রত্যেকদিন ১০ ঘণ্টা মতো পড়তাম। আমার রেফারেন্স বইগুলো পড়তো। আমার পড়াশোনার যে সমস্ত অধ্যায় পড়তে অসুবিধা হতো, ইউটিউব দেখে শিখতাম এবং ইউটিউবই আমার সমাধানের রাস্তা ছিল।”

অভয়ার মেসো বলেন,” লকডাউনের সময় বাইরে বেশি টিউশন থাকত না বেশি করে পড়াতাম। এখন বেশি কিছু দেখাই না। যে সমস্ত অংক করতে পারত না তাকে একটু দেখিয়ে দিতাম।”

অভয়ার মাসি বলেন, “আমি খুশি আরো একটু নাম্বার বেশি পেলে আরো বেশি খুশি হতাম। যখন রাত জেগে পড়তো আমি তখন বসে থাকতাম। অভয়া ডাক্তার হতে চায়।”

 

Related Articles