মুর্শিদাবাদের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট রাজ্যপালের
Governor submits report to Union Home Ministry on Murshidabad incident

Truth Of Bengal: মুর্শিদাবাদে ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত বিষয় নিয়ে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘটনার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ গিয়েছিলেন রাজ্যপাল। এখানকার মানুষের সঙ্গে কথাও বলেছেন তিনি।
পরবর্তী সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন বলেই রাজভবন সূত্রে খবর। মুর্শিদাবাদের অপ্রীতিকর ঘটনাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে পুলিশ। রিপোর্টে উল্লেখ করেছেন রাজ্যপাল। পাশাপাশি রাজ্য সরকারের আইনশৃঙ্খলা আরো কঠোর হওয়া উচিত ছিল বলে জানিয়েছেন রিপোর্টে।
তবে আন্তর্জাতিক সীমানা অঞ্চলে বর্ডার সিকিউরিটি ফোর্সকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গের পাশেই বাংলাদেশ রয়েছে। তবে রাজ্যপাল রিপোর্টে উল্লেখ করেছেন, ৩৫৬র কথা। তবে সেটা সরাসরি এখনই লাগু করার কথা রিপোর্টে বলা নেই। যদি ভবিষ্যতে এমন ধরনের কোন ঘটনা ঘটে তখন ভাবা যেতে পারে। তবে এ ব্যাপারে পাল্টা জবাব দিয়েছেন কুনাল ঘোষ। “রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন তার সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত”সাফ জানিয়ে দিয়েছেন কুনাল ঘোষ।