খড়গপুর আইআইটিতে ফের এক পড়ুয়ার রহস্যমৃত্যু, চাঞ্চল্য ক্যাম্পাস জুড়ে
Another student mysteriously dies at IIT Kharagpur, creating panic across campus

Truth of Bengal: আবারও অস্বাভাবিক মৃত্যু খড়গপুর আইআইটি-তে। ৪ মাসের ব্যবধানে তৃতীয় ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মহম্মদ আসিফ কামারের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর হোস্টেল রুম থেকে। ঘটনাটি সামনে আসতেই উদ্বেগ, আতঙ্ক ও নানা প্রশ্ন ঘিরে ধরেছে আইআইটির পড়ুয়াদের মধ্যে।
মৃত ছাত্র আসিফ কামার বিহারের শিওহর জেলার গারাহিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মদন মোহন মালব্য হলের SDS ব্লকের ১৩৫ নম্বর রুমে থাকতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকেই তাঁর ঘরের দরজা বন্ধ ছিল। সহপাঠীরা প্রথমে বিষয়টি বিশেষ গুরুত্ব দেননি, কিন্তু দীর্ঘ সময় পরও দরজা না খোলায় তাঁরা সন্দেহে পড়েন। একাধিকবার ডাকাডাকির পর কোনও সাড়া না পেয়ে তারা বিষয়টি আইআইটি কর্তৃপক্ষ ও হিজলি ফাঁড়ির পুলিশকে জানান।
রবিবার ভোররাতে, প্রায় সাড়ে তিনটে নাগাদ পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে এবং ঝুলন্ত অবস্থায় আসিফের দেহ উদ্ধার করে। দ্রুত তাঁকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, আত্মহত্যার আগে আসিফ দিল্লির এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। সেই তরুণীই প্রথম বিষয়টি আঁচ করতে পেরে আইআইটি কর্তৃপক্ষকে ফোন করে জানিয়েছিলেন। এরপরই হোস্টেলের নিরাপত্তারক্ষী ও সহপাঠীরা পরিস্থিতি বুঝে দরজা খোলার চেষ্টা করেন।
তবে এই আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। মানসিক চাপ, ব্যক্তিগত সম্পর্ক, একাডেমিক চাপ – সবই তদন্তের আওতায় আনছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আরও স্পষ্ট হবে মৃত্যুর প্রকৃত কারণ।
খড়গপুর আইআইটিতে গত ৪ মাসে এই নিয়ে তিন পড়ুয়ার রহস্যমৃত্যু ঘটল। এমন ধারাবাহিক মৃত্যুর ঘটনা আইআইটি ক্যাম্পাসে উদ্বেগের বাতাবরণ তৈরি করেছে। পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।