পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার ২, জারি পঞ্জাব পুলিশের অভিযান
2 arrested on charges of spying for Pakistan, Punjab Police launch operation

Truth Of Bengal: প্রথমে রাজস্থান, তারপর পঞ্জাবের অমৃতসর। চরবৃত্তির অভিযোগে গ্রেফতার ২। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পহেলগাওঁ কাণ্ডের পর থেকেই পুলিশি অভিযান চলছে সমগ্র রাজ্যজুড়ে। সেই অভিযানের শুরু থেকেই ভারতীয় সেনার তথ্য পাকিস্তানে পাচারের খবর ছিল তাদের কাছে। দুই ব্যক্তির এহেন কর্মকাণ্ডের খবর পাওয়ার পর থেকেই তৎপরতার সঙ্গে চলে অভিযান।
অমৃতসর গ্রামিনপুলিসের তরফ থেকে গ্রেফতার পাসক মসীহ এবং সুরজ মসীহ নামে দুজন। দুই পাকিস্তানি চরের গ্রেফতারির কথা জানায় পঞ্জাব পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা পাচার করত সেনাছাউনি, বায়ুসেনাঘাঁটি এবং সেনাদের গতিবিধির কথা। প্রাথমিক তদন্ত থেকে পুলিশ জানতে পারে, হরপ্রীত সিং নামে এক ব্যক্তির সঙ্গে পাক গুপ্তচর সংস্থার যোগসাজোস রয়েছে। এই দুজনকেই চরবৃত্তির কাজে লাগান হরপ্রীতই, এমনটাই খবর রয়েছে। অন্যদিকে চরবৃত্তির অভিযোগেই হরপ্রিত গ্রেফতার হয়েছেন আগেই। অমৃতসর সেন্ট্রাল জেলে বন্দি তিনি বর্তমানে।
প্রসঙ্গত, প্রচুর বিদেশি পিস্তল, কার্তুজ, গ্রেনেড অমৃতসর থেকে উদ্ধার করে পুলিশ। পঞ্জাব পুলিশ সূত্রে খবর, ওই অস্ত্র মজুত করা হচ্ছিল রাজ্যে নাশকতা চালানোর জন্য। পাকিস্তান থেকে পঞ্জাবে ওই অস্ত্র পাচার করা হয়েছিল বলে জানা যায়। পুলিশ জানতে পারে, পঞ্জাবের মাদক পাচারকারীদের সঙ্গে পাকিস্তানের অস্ত্র পাচারকারীদের যোগসাজশে এই অস্ত্র মজুতের কাজ চলছিল। সেই ঘটনার পরই প্রথমে গ্রেফতার করা হয় এক জনকে। আর তারপর আরও দুই ব্যক্তিকে চরবৃত্তির অভিযোগে পুলিশ গ্রেফতার করে।