তারাপীঠে পুজো দিতে গিয়ে সর্বস্বান্ত আইসিডিএস কর্মী, শান্তিপুরে চাঞ্চল্য
ICDS worker dies while offering puja at Tarapeeth, tension in Shantipur

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: শান্তিপুরে ফের দুঃসাহসিক চুরির ঘটনা। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গহনা লুট করে দুষ্কৃতীরা, সর্বস্বান্ত এক আইসিডিএস কর্মী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের বিলের ধার এলাকায়। চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, আইসিডিএস কর্মী তুলসী দেবনাথ পুজোর উদ্দেশ্যে কয়েকদিন আগে তারাপীঠে যান। উদ্দেশ্য ছিল ছেলের মঙ্গল কামনায় বিশেষ পূজা দেওয়া। কিন্তু এই সুযোগকেই কাজে লাগিয়ে বাড়িতে হানা দেয় চোরেরা। রবিবার দুপুরে প্রতিবেশীরা ফোন করে জানান যে, তাঁর বাড়ির দরজাগুলি খোলা রয়েছে। খবর পেয়ে তুলসী দেবনাথ তড়িঘড়ি বাড়ি ফিরে এসে দেখেন, বাড়ির প্রতিটি ঘর লন্ডভন্ড অবস্থায় রয়েছে।
চারটি আলমারি ও শোকেস ভেঙে নিয়ে যাওয়া হয়েছে সমস্ত সোনার গহনা ও মূল্যবান সামগ্রী। তুলসী দেবনাথ দাবি করেন, চুরি যাওয়া সোনা ও অন্যান্য জিনিসপত্র মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সারা জীবনের সঞ্চিত গহনা চোখের সামনে হারিয়ে একপ্রকার মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।
চুরির ঘটনার তদন্তে নেমে গুরুত্বপূর্ণ সূত্র পায় পুলিশ। বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করতে সমর্থ হয় শান্তিপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে জেরা করে পুরো চক্রের খোঁজ পেতে তৎপর হয়েছে পুলিশ।
এই ঘটনার পরেই রবিবার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তুলসী দেবনাথ। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের চিহ্নিত করতে ও চুরি যাওয়া মাল উদ্ধার করতে জোরদার তল্লাশি শুরু হয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় নজরদারি আরও কড়া করা হবে এবং স্থানীয়দের সঙ্গে সমন্বয় রেখে চোরাচালান ও চুরির ঘটনার বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নেওয়া হবে।