রাজ্যের খবর

স্ত্রীর নাক কামড়ে খেল স্বামী! আজব কাণ্ডের দেখা মিলল শান্তিপুরে

Husband bites wife's nose! Strange incident witnessed in Shantipur

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: নদিয়ার শান্তিপুরে এক রীতিমতো চমকে দেওয়া ঘটনা সামনে এসেছে, যেখানে ঘুমন্ত স্ত্রীর নাক কামড়ে খাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার অন্তর্গত বেরপাড়া এলাকার ১১ নম্বর ওয়ার্ডে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপন শেখ ও মধু খাতুনের মধ্যে নয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহ হয়। তাঁদের একটি আট বছরের কন্যাসন্তানও রয়েছে। দেখতে দেখতে নয় বছর কেটে গেলেও এমন অদ্ভুত ও ভয়াবহ ঘটনা কখনও ঘটেনি বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

বৃহস্পতিবার গভীর রাতে, প্রায় তিনটে নাগাদ, স্ত্রী মধু খাতুন যখন ঘুমাচ্ছিলেন, সেই সময় আচমকা তাঁর স্বামী বাপন শেখ স্ত্রীর নাকে কামড় দেন। প্রচণ্ড যন্ত্রণায় মধু খাতুনের ঘুম ভেঙে যায়। এরপর তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে, স্বামী আবার তাঁর আঙুলেও কামড় দেন। যন্ত্রণায় কাতর হয়ে কোনোমতে নিজেকে মুক্ত করে তিনি বাড়ি থেকে পালিয়ে রাস্তায় বেরিয়ে আসেন।

মধু খাতুনের অভিযোগ, তাঁর স্বামী দীর্ঘদিন ধরেই মদ্যপান করতেন এবং প্রায়শই স্ত্রীর সৌন্দর্য নিয়ে আজব মন্তব্য করতেন। নাকটি খুব ভালো লাগে বলে জানাতেন এবং মাঝেমধ্যে হুমকি দিতেন, “তোর মুখটা এত সুন্দর কেন, নাকটা কেটে খেয়ে নেব”। শুধু তাই নয়, স্ত্রী দাবি করেছেন, স্বামী তাঁকে এসিড হামলার হুমকিও দিয়েছিলেন।

এই ঘটনার পর, মধু খাতুনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি শান্তিপুর থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বাপন শেখকে গ্রেফতার করে এবং রবিবার তাঁকে রানাঘাট আদালতে তোলা হয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রতিবেশীরা বলছেন, এমন পাশবিক ও অমানবিক আচরণ কল্পনার বাইরে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার পর নারী নিরাপত্তা ও গার্হস্থ্য হিংসা প্রতিরোধ নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে সমাজে।

Related Articles