সামশেরগঞ্জ কাণ্ডে সাসপেন্ড ওসি ও মেজো বাবু, মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় পদক্ষেপ
OC and Major Babu suspended in Shamsherganj incident, big move ahead of Chief Minister's visit

Truth Of Bengal: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সাম্প্রতিক অশান্তির ঘটনার জেরে বড় প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন যেভাবে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, তার পরিপ্রেক্ষিতে এবার বরখাস্ত করা হল সামশেরগঞ্জ থানার প্রাক্তন ওসি শিবপ্রসাদ ঘোষ ও থানার মেজোবাবু জালাল উদ্দিন আহমেদকে।
সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের ঠিক আগেই এই সাসপেনশন কার্যকর করা হয়েছে। ইতিমধ্যেই মেল মারফত জঙ্গিপুর জেলা পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের কথা।
উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ ঘিরে সামশেরগঞ্জে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভের জেরে প্রাণ হারান তিনজন। আহত হন আরও অনেকে। সেই ঘটনার তদন্তে নামে রাজ্য পুলিশ ও বিশেষ তদন্তকারী দল তদন্তে উঠে আসে প্রশাসনিক গাফিলতির অভিযোগ।
তদন্তের ভিত্তিতে রাজ্য সরকার মনে করে, দায়িত্বে থাকা পুলিশ কর্তাদের গাফিলতির ফলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। তাই দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে সাসপেন্ড করা হয় দুই কর্মকর্তাকে।
এই ঘটনার পর প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের প্রাক্কালে এমন পদক্ষেপে বার্তা স্পষ্ট — আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনিক গাফিলতিকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না।