আধার কার্ড তৈরির পর পালানোর চেষ্টা! গ্রেফতার ৬ বার্মিজ
6 Burmese arrested for trying to escape after making Aadhaar card

Truth Of Bengal: ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা ছড়াল। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত পানিট্যাংকি সীমান্ত থেকে ছয় জন মায়ানমারের নাগরিককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবার নেপালে পালানোর চেষ্টা করছিলেন।
সূত্রে জানা গিয়েছে, সীমান্তে টহল দেওয়ার সময় এসএসবি জওয়ানদের নজরে আসে ছয় সন্দেহভাজন ব্যক্তি। তাদের গতিবিধি দেখে সন্দেহ হলে জেরা শুরু করেন জওয়ানরা। এরপরই ধৃতরা স্বীকার করেন যে তারা মায়ানমারের নাগরিক। এমনকি তারা আরও জানিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করে দিল্লিতে গিয়ে আধার কার্ডও তৈরি করেছে।
জেরার সময় ধৃতরা জানায়, তারা কলেজ পড়ুয়া। কিন্তু কেন তারা নেপালে পালিয়ে যেতে চাইছিল, কিংবা আদৌ ভারতে তারা কী উদ্দেশ্যে এসেছিল — তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়। সেখান থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
রবিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে এসএসবি ও খড়িবাড়ি থানার পুলিশ। এই ঘটনার পর সীমান্তে নজরদারি আরও কড়া করা হয়েছে।